বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫
বাউবিতে টেন্ডার ও সেবা ক্রয় বিষয়ে প্রশিক্ষণ: স্বচ্ছতা নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) পিপিআর ২০০৮ ও পিপিএ ২০০৬ অনুযায়ী টেন্ডার, পণ্য ও সেবা ক্রয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গাজীপুরস্থ বাউবির শিক্ষক সেমিনার হলে আয়োজিত এ প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। তিনি বলেন, যেখানে স্বচ্ছতা, সততা ও ন্যায়নীতি নেই, সেখানে দুর্নীতি ও অনিয়ম তৈরি হয়। শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান বিতরণের কেন্দ্র নয়, আদর্শ সমাজ গঠনেরও ভিত্তি। তাই প্রতিটি আর্থিক লেনদেনে জবাবদিহিতা জরুরি। স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল লেনদেন, প্রকাশ্য হিসাব প্রদর্শন, কমিটির যৌথ সিদ্ধান্তে কেনাকাটা এবং উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ায় নতুনদের সুযোগ দিতে হবে। একইসঙ্গে কাজের মান যাচাই, অপব্যবহার রোধ এবং বিশেষ করে পিপিআর ২০০৮ এর ৭৬ ধারার অপপ্রয়োগ বন্ধ করতে হবে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল-আমিন খান। তিনি পাবলিক প্রকিউরমেন্টের আইনি কাঠামো (পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮), ক্রয় পরিকল্পনা ও পদ্ধতি, টেন্ডার ডকুমেন্ট প্রস্তুতকরণ এবং হাতে-হাতে ই-জিপি কার্যক্রম বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।

অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শুধু নীতি ও প্রক্রিয়া জানব না, বরং বাস্তব প্রয়োগের দক্ষতাও অর্জন করব। সঠিক Procurement মানে সঠিক বিনিয়োগ, আর সঠিক বিনিয়োগ মানে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি। অর্জিত জ্ঞান আমাদের প্রতিষ্ঠানকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষ করবে।

এছাড়া আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান প্রশিক্ষণ কর্মসূচি উপস্থাপন করেন। এ সময় বাউবিতে কর্মরত টেন্ডার, কোটেশন ও প্রকিউরমেন্ট সংশ্লিষ্ট ৩০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশ নেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অবশেষে ভারতে পৌঁছালো বাংলাদেশি ইলিশের প্রথম চালান
রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো
ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ৬২২
কোয়ালিটি এডুকেশনের নতুন দিগন্ত উন্মোচনে বাউবি: উপাচার্যের মতবিনিময় সভা
বাউবিতে টেন্ডার ও সেবা ক্রয় বিষয়ে প্রশিক্ষণ: স্বচ্ছতা নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, প্রশ্ন আমীর খসরুর
জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণের নির্দেশ সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতের
প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ
ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার
বিস্ফোরক মামলায় নাসিরনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft