শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫
‘রক্তদানের অপেক্ষায় দেবীদ্বার’ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার (কুমিল্লা)
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম
মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‌‘রক্তদানের অপেক্ষায় দেবীদ্বার’ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সাধারণ জনতা। অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কাজী নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা ব্লাড ডোনার গ্রুপের অন্যতম সংগঠক নাহিদুল ইসলাম। 

প্রধান অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন এবং প্রধান মেহমান ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার- ব্রাক্ষনপাড়া সার্কেল) মোহাম্মদ শাহীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠন-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম ইমরান হাসান।
 
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন- দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম মোরশেদ, কুমিল্লা এভার গ্রীণ হাসপাতালের পরিচালক মো. আলম সরকার, রক্তদানের অপেক্ষায় দেবীদ্বারের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপ’র পরিচালক মো. আতিকুর রহমান, সমাজসেবক আবুল কালাম আজাদ এবং মহেশপুর পেয়ারাকান্দী ব্লাড ফাউন্ডেশনের পরিচালক আইয়ুব আলী সওদাগর প্রমুখ।

বক্তারা বলেন, সংগঠনের সাত বছরের নিরলস মানবিক কার্যক্রম তরুণ সমাজকে সমাজসেবায় অনুপ্রাণিত করছে। তারা সংগঠনের সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে রক্তদানের অপেক্ষায় দেবীদ্বার শত শত রোগীর জন্য বিনামূল্যে রক্তদানের ব্যবস্থা করে আসছে এবং রক্তদানের পাশাপাশি মানবিক ও সামাজিক নানা কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডাকসুর ভিপি-জিএস হিসেবে যেসব সুবিধা পাবেন সাদিক-ফরহাদ
জাকসুর ফলাফল বিলম্বের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ
ফুটবল খেলা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪
শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন
ব্যাংক লুট-ভুয়া ঋণ, হাসিনার আমলে বিদেশে গেছে ২৩ হাজার কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছাত্রদলের পর আরো চার প্যানেলের ভোট বর্জন
বর্জনের পর পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
বেলকুচিতে ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোবাস স্ট্যান্ডের দাবিতে মানববন্ধন
লিটনের ফিফটিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
কী আছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্যে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft