শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫
ভোটার আইডিতে নাম সংশোধনে ১৭ বছর ধরে ভোগান্তিতে শারমিন বেগম!
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম
২০০৮ সালে দেশের প্রথম ভোটার তালিকা প্রণয়নের সময় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বাসিন্দা শারমিন বেগমের নাম ভুলবশত ‘ডলি বেগম’ হিসেবে জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত হয়। সেই থেকে দীর্ঘ ১৭ বছর ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তিনি ও তার পরিবার।

শারমিন বেগমের অভিযোগ, তিনি প্রকৃত নাম সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরে একাধিকবার দরখাস্ত করেছেন। এমনকি বিভিন্ন সময়ে দালালের পরামর্শে অর্থও ব্যয় করেছেন। কিন্তু, আজও সংশোধন হয়নি তার জাতীয় পরিচয়পত্রের নাম। জন্মসনদ, দাখিল পরীক্ষার সনদ, নাগরিকত্ব সনদ, বিবাহ সনদ, সন্তানদের জন্মসনদসহ প্রায় সব নথিপত্রেই তার নাম ‘শারমিন বেগম’। কিন্তু, ভোটার আইডি কার্ডে নাম এসেছে ‘ডলি বেগম’। এর ফলে সন্তানদের পড়াশোনা, জমি-জমা সংক্রান্ত কাজসহ নানাবিধ সরকারি-বেসরকারি কার্যক্রমে তিনি চরম হয়রানির শিকার হচ্ছেন।

এ ব্যাপারে সরজমিনে তদন্ত করলে সিংহশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার পারভেজ আজকালের খবরকে বলেন, আমরা সবাই জানি তিনি প্রকৃতপক্ষে শারমিন বেগম। ভোটার তালিকা প্রণয়নের সময় নির্বাচন কমিশনের ভুলেই নাম ডলি বেগম হয়ে গেছে। এটি তার ব্যক্তিগত দোষ নয়। কর্তৃপক্ষের দ্রুত তার নাম সংশোধন করা উচিত।

এলাকার স্থানীয় মেম্বার মিজান ও গণ্যমান্য ব্যক্তিরাও জানিয়েছেন, শারমিন বেগম মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে নামের ভুলের কারণে সামাজিক ও প্রশাসনিক অঙ্গনে তিনি অসংখ্য সমস্যার মুখোমুখি হচ্ছেন।

গাজীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম আজকালের খবরকে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেহেতু নাম ভুল এসেছে এবং তার কাছে যথেষ্ট প্রমাণপত্র রয়েছে। উনি আবেদন করেছেন। ঢাকাস্থ মহাপরিচালক (DG) অফিসে যোগাযোগ করলে সমাধান হবে।

সচেতন মহল বলেন, শুধু গাজীপুর নয়, সারাদেশেই এমন হাজারো মানুষ জাতীয় পরিচয়পত্রে নাম ও তথ্য ভুলের কারণে ভোগান্তিতে রয়েছেন। নির্বাচন কমিশনকে আরও সহজ ও দ্রুত কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে এসব ভুল সংশোধনের ব্যবস্থা নিতে হবে।

ভুক্তভোগী শারমিন বেগম এবং তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে তার প্রকৃত নাম ‘শারমিন বেগম’ জাতীয় পরিচয়পত্রে সংশোধন করে তাকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডাকসুর ভিপি-জিএস হিসেবে যেসব সুবিধা পাবেন সাদিক-ফরহাদ
জাকসুর ফলাফল বিলম্বের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ
ফুটবল খেলা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪
শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন
ব্যাংক লুট-ভুয়া ঋণ, হাসিনার আমলে বিদেশে গেছে ২৩ হাজার কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছাত্রদলের পর আরো চার প্যানেলের ভোট বর্জন
বর্জনের পর পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
বেলকুচিতে ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোবাস স্ট্যান্ডের দাবিতে মানববন্ধন
লিটনের ফিফটিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
কী আছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্যে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft