প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম খেলছেন না আজ। তাদের পরিবর্তে নেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসানকে।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
আজকালের খবর/বিএস