প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:২৯ পিএম

দেড় সপ্তাহ পর দামামা বাজবে এশিয়া কাপের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে ভারতকে। তারা চ্যাম্পিয়ন হবে অনেকেই বলছে। সেই দলে আছেন ভারতের সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
শ্রীকান্তের মতে, সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপ ভারত জিতবে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না বলে জানিয়েছেন তিনি। কেন জিততে পারবে না তার ব্যাখ্যাও নিজের ইউটিউব চ্যানেলে দিয়েছেন ভারতের সাবেক ওপেনার।
অথচ সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ ভারতেই হবে।
তবু শ্রীকান্ত মনে করেন বিশ্বকাপ জিততে পারবে না ভারত। তিনি বলেছেন, এশিয়া কাপ জিততে পারি। তবে এই দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কোনো সুযোগ নেই। আপনি কি এই দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাবেন? এটা কি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, যা মাত্র ৬ মাস দূরে।
এশিয়া কাপের দল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীকান্ত। ভারতের সাবেক নির্বাচক বলেছেন, তারা পেছনে চলে যাচ্ছে। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে অক্ষর প্যাটেলকে সরিয়ে দেওয়া হয়েছে। জানি না, রিংকু সিং, শিবম দুবে ও হারষিত রানা কিভাবে দলে। দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলকে প্রধান মানদণ্ড ধরা হয়, কিন্তু নির্বাচকরা এটাকে পাশে রেখে অতীতের পারফরম্যান্সকে বিবেচনা করছে।
ব্যাটিং অর্ডারের ৫ নম্বরে কে ব্যাট করবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। ৬৫ বছর বয়সী সাবেক ব্যাটার বলেছেন, ৫ নম্বরে কে ব্যাট করবে। হতে পারে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে কিংবা রিংকু সিং। যদি সাধারণত পাঁচে ব্যাট করে হার্দিক পান্ডিয়া। আবার অক্ষর ছয়ে ব্যাট করে না। বুঝতে পারছি না কেন দুবেকে নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল—দুই জায়গাতেই পারফরম করছে যশস্বী জয়সওয়াল। সে (দুবে) কি করছে?
আজকালের খবর/বিএস