‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না ভারত’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:২৯ পিএম
দেড় সপ্তাহ পর দামামা বাজবে এশিয়া কাপের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে ভারতকে। তারা চ্যাম্পিয়ন হবে অনেকেই বলছে। সেই দলে আছেন ভারতের সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

শ্রীকান্তের মতে, সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপ ভারত জিতবে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না বলে জানিয়েছেন তিনি। কেন জিততে পারবে না তার ব্যাখ্যাও নিজের ইউটিউব চ্যানেলে দিয়েছেন ভারতের সাবেক ওপেনার।

অথচ সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ ভারতেই হবে।

তবু শ্রীকান্ত মনে করেন বিশ্বকাপ জিততে পারবে না ভারত। তিনি বলেছেন, এশিয়া কাপ জিততে পারি। তবে এই দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কোনো সুযোগ নেই। আপনি কি এই দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাবেন? এটা কি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, যা মাত্র ৬ মাস দূরে।

এশিয়া কাপের দল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীকান্ত। ভারতের সাবেক নির্বাচক বলেছেন, তারা পেছনে চলে যাচ্ছে। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে অক্ষর প্যাটেলকে সরিয়ে দেওয়া হয়েছে। জানি না, রিংকু সিং, শিবম দুবে ও হারষিত রানা কিভাবে দলে। দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলকে প্রধান মানদণ্ড ধরা হয়, কিন্তু নির্বাচকরা এটাকে পাশে রেখে অতীতের পারফরম্যান্সকে বিবেচনা করছে।

ব্যাটিং অর্ডারের ৫ নম্বরে কে ব্যাট করবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। ৬৫ বছর বয়সী সাবেক ব্যাটার বলেছেন, ৫ নম্বরে কে ব্যাট করবে। হতে পারে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে কিংবা রিংকু সিং। যদি সাধারণত পাঁচে ব্যাট করে হার্দিক পান্ডিয়া। আবার অক্ষর ছয়ে ব্যাট করে না। বুঝতে পারছি না কেন দুবেকে নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল—দুই জায়গাতেই পারফরম করছে যশস্বী জয়সওয়াল। সে (দুবে) কি করছে?

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল
কাকরাইলে সংঘর্ষের ঘটনায় বিবৃতি
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এনসিপির মতবিনিময় সভায় হাতাহাতি
নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
কাল মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডসের প্রথম ম্যাচ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘মব তৈরি করে’ দিনাজপুরে রিসোর্টে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন
লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে পুলিশ
পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের
ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft