সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিকাল প্রায় সাড়ে চারটায় ট্রপি উন্মোচিত হয়েছে। আবুধাবিতে অনুষ্টিতব্য এশিয়া কাপের এটাই বাংলাদেশের শেষ সিরিজ। তাই নিজেদের মাঠে এ সিরিজ জিতে টাইগাররা আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে।
এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে খানিক বিশ্রাম শেষে দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে সিলেটের উদ্দেশে ঐদিনই উড়ালও দিয়েছে স্কট অ্যাডওয়ার্ডসের দল। নেদারল্যান্ডস সিলেট পৌছে গা গরমের জন্য ফ্রিজবি খেলায় মেতেছিলেন। মূলত অধিকাংশ ক্রিকেটদল গা গরমের জন্য ফুটবল খেলে থাকেন। কিন্তু ইনজুরি সমস্যা এড়াতে ডাচরা ফ্রিজবি খেলায় মেতেছিলেন।
অপরদিকে, বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন বন্ধ হয়ে যায়।
বাংলাদেশের জন্য এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির অংশ। চলতি মাসে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ভারতের সরকার গ্রিন সিগন্যাল না দেয়ায় বিসিসিআই সেই সিরিজ স্থগিত করে। ফলে এশিয়া কাপের আগে দেড় মাস বাংলাদেশের কোনো সিরিজ ছিল না। আন্তর্জাতিক ম্যাচের ঘাটতি পূরণে বিসিবি নতুন প্রতিপক্ষের সন্ধানে নামে। এ অবস্থায় বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে এলো ডাচরা।
এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এলো নেদারল্যান্ডস। এখন পর্যন্ত ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ ম্যাচ খেলেছে টাইগাররা, তাতে ৪টিতে জয় পেলেও হেরেছে একটি। ২০১২ সালে হেগে প্রথম দেখায় ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। কিন্তু একই ভেন্যুতে পরের ম্যাচে জয় পায় নেদারল্যান্ডস।
২০১৬ সালে ধর্মশালায় ও ২০২২ সালে হোবার্টেও টাইগাররাই হাসি নিয়ে মাঠ ছাড়ে। সবশেষ ২০২৪ সালে কিংস্টোনেও জয় পায় বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচ খেলে দুবারই হেরেছে। এর মধ্যে ২০২৩ বিশ্বকাপে হারের দগদগে ক্ষতও আছে।
কিন্তু সিলেটে ম্যাচ চলাকালে সিকিউরিটি কান্ডে অনেকটা দুর্বল যা বিগত সময়ে লক্ষ করা যায় বিসিবির নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে টিকেট ছাড়া দেয়াল টপকে মাঠে ডুকে পড়া একটি বড় সমস্যা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য। নিরাপত্তাহীনতায় অনেকটা ব্যর্থতায় থাকে বিসিবি তবে এ থেকে উত্তরণের জন্য বিসিবি অনেক সর্তক বটে। অন্যদিকে টিকেট কালোবাজারি সব সময় আলোচনায় থাকে সিলেট কিন্তু এবার টিকেট অনলাইনে থাকায় সেই সুযোগ পাবে না টিকেট কালোবাজারিরা।
তবে এবার বিসিবিতে অনেক পরিবর্তন এসেছে নতুন আভাস দিবে কি বিসিবি বিগত দিনের সকল ব্যর্থ কর্মকান্ড, আলোচনা, সমালোচনা, মুছে দিয়ে সুন্দর ভাবে প্রস্তুতি সেরেছে। তবুও থেকে যায় অনেক প্রশ্ন... যার উত্তম মিলবে সিরিজ শেষে।
আজকালের খবর/ এমকে