প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর শহরের বঙ্গ তাজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলের শীর্ষস্থানীয় নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ইতিহাসে দীর্ঘ ১৭ বছর ধরে একটি অবৈধ ও স্বৈরাচারী সরকার জনগণের অধিকার হরণ করেছিল। বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও দমন-পীড়নের মাধ্যমে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। তবে, জনগণের শক্তি ও মহান আল্লাহর ইচ্ছায় সেই স্বৈরাচার সরকারকে অবশেষে ক্ষমতা ছাড়তে হয়েছে।
বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসন বিপন্ন হয়েছে। কিন্তু, বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসে আজও অবিচল রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে স্মরণ করে তারা বলেন, ক্ষমতার মূল উৎস জনগণ। এই দর্শনই বিএনপিকে সব প্রতিকূলতার মাঝেও টিকিয়ে রেখেছে।
বিএনপি নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, এই সরকারের কাছে জনগণের আমানত রক্ষিত হয়েছে। আমরা অনুরোধ জানাই-নিরপেক্ষ ও সময়মতো নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন ও শাহ রিয়াজুল হান্নান।
বক্তারা দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আজকালের খবর/ওআর