উলিপুরে ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির মাধ্যমে চাল বিতরন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৪ পিএম
কুড়িগ্রামের উলিপুরে খাদ্য বিভাগের ওএমএস ও খাদ্যবাব্ধব ডিলার নিয়োগের পুন:তদন্তের  সকল রিপোর্ট না আসায় ডিলার নিয়োগ করা সম্ভব হয়নি।খাদ্য মন্ত্রণালয়ের ২১/০৮/২০২৫ খ্রি: তারিখের ২৭৫ নং স্মারক মোতাবেক ২৬/০৮/২০২৫ খ্রি: তারিখের মধ্যে আগষ্ট/২৫ মাসের খাদ্য শস্য উত্তোলন ও বিলি-বিতরনের নির্দেশনা থাকায় খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা -২০২৪ এর ৮.৪ অনুচ্ছেদ মোতাবেক ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির মাধ্যমে সাময়িক সময়ের  জন্য খাদ্য শস্য উত্তোলন করা হয়েছে। 

উপজেলার ১৩টি ইউনিয়নে ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির  মাধ্যমে ২৭ হাজার ২শ  ৩৪ জন সুবিধাভোগীকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে ৮শ ১৭ মে.টন চাল বিতরন করা হবে।উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের ৪৮টি স্থানে ডিলারের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরন করা হয়ে আসছিল। গত জুন মাসে পূর্বের ডিলারদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পর  নতুন ডিলার নিয়োগ বিলম্বিত হওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।  নতুন ডিলার নিয়োগ না হওয়ার  খাদ্য বিভাগ ১৩টি ইউনিয়নে ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির নামে খাদ্য বান্ধব কর্মসূর্চীর আগষ্ট মাসের চালের ডিও প্রদান করেন।

এরমধ্যে সাহেবের আলগা ইউনিয়নে ৪৩ মে.টন ৪শ ৭০ কেজি, থেতরাই ইউনিয়নে ৬৩ মে.টন ৩শ ৩০ কেজি, তবকপুর  ইউনিয়নে ৭৭ মে. টন ৯শ ১০ কেজি, হাতিয়া ইউনিয়নে ৬৮ মে.টন ৬শ ৪ কেজি, দলদলিয়া ইউনিয়নে ৫৮ মে.টন ৯শ ৫০ কেজি, ধরনীবাড়ী ইউনিয়নে ৬৫ মে.টন ১শ ৩০ কেজি, ধামশ্রেনী ইউনিয়নে ৫২ মে. টন ৫শ ৬০ কেজি, বেগমগঞ্জ ইউনিয়নে ৪১ মে. টন ৩শ ৪ কেজিসহ ১৩টি ইউনিয়নে ৮শ ১৬ মে.টন চাল বিতরন করার ডিও প্রদান করা হয়েছে।  

 এ বিষয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হোসাইনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, নতুন ডিলার নিয়োগ সম্পন্ন না হওয়ার সরকারি পরিপত্র অনুযায়ী ২৬ আগষ্ট ডিও করার শেষ সময় ছিল। 

খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা - ২০২৪ এর ৮.৪ নং অনুচ্ছেদ মোতাবেক নতুন ডিলার নিয়োগ না হওয়ায় আগষ্ট/২৫ মাসের খাদ্য শস্য ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির মাধ্যমে উত্তোলন করা হয়। খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির মাধ্যমে চাল বিতরনে খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র ও খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা- ২০২৪ মোতাবেক  বিধি সম্মত ভাবে  এ মাসের চাল উত্তোলন করা হয়েছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়েই মধ্যেই ডাকসু নির্বাচন হতে হবে : ভিপি প্রার্থী আবিদুল
শুধু দলিলে স্বাক্ষর করলেই সংস্কার হয় না: রেহমান সোবহান
শ্রাবণ-অভিসারে আলোকরাগিণী
আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই : সিইসি
উলিপুরে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রির উদ্ধোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft