বরিশালের গৌরনদীতে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাজী রনি গৌরনদী,বরিশাল
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:০২ পিএম
সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে নানান কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

১লা সেপ্টেম্বর সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় গৌরনদী কেন্দ্রীয় ঈঁদগা মাঠে নির্বাচনী এলাকা বরিশাল ১ আসন গৌরনদী- আগৈলঝাড়া (এই দুই উপজেলার ) বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরিশাল জেলা উত্তর বিএনপির অন্যতম সিনিয়র সদস্য এস,এম মনিরুজ্জামান মনির। 

বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ মাহফুজ, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা মো. হেমায়েত তালুকদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি  মো.রুবেল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রবীন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এস,এম আপজাল হোসেন সিকদার।

বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য মনজুর হোসেন মিলন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য তাইফুর রহমান কচি, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য হোসনেয়ারা বেবী, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু, গৌরনদী উপজেলা বিএনপি নেতা বদিউজ্জামান চঞ্চল, গৌরনদী উপজেলা বিএনপি নেতা মাসুদ হাসান মিঠু, উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন বাবুল, উপজেলা বিএনপি নেতা কাজী সরোয়ার, উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন  সহ অনান্য নেতৃবৃন্দ। 

বাংলাদেশের রাজনৈতিক দল'গুলোর মধ্যে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১নং খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল নেতা মো. হায়দার তালুকদারের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় ইউনিয়ন বিএনপি নেতা আবু বক্কর মুন্সি,বিএনপি নেতা মো. রুমন হোসেন মিয়া, মো. ইকবল হোসেন মুন্সির যৌথ নেতৃত্বে খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শস্রাধিক নেতাকর্মীদের সমন্বয়ে বিশাল একটি বর্নাঢ্য আনন্দ মিছিল আয়োজিত সভাস্থলে অংশগ্রহণ করেন। 

এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড ও পৌর ওয়ার্ডের নেতাকর্মীদের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল বের হয়ে আয়োজিত আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করে। 

আলোচানা সভা শেষে একটি বিশাল বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক ও উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে মৎস্য অবমুক্ত করন, বৃক্ষ রোপন, খেলাধুলা, রক্তদান সহ বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন মূলক  কর্মসুচী গ্রহনের মধ্যে দিয়ে আয়োজিত ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জামায়াত নেতাদের জরুরি বৈঠক
৭ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে সুখবর
নোয়াখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
চবি ক্যাম্পাস থমথমে, যৌথবাহিনীর টহল চলছে
দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস, জিয়ার অবদান ও আমাদের প্রত্যাশা
প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার
নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা
জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হবে: শামীম পাটোয়ারী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft