দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৫ পিএম
ঘরের মাঠে সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ দল। তিন বিভাগেই সেদিন দুর্দান্ত ছিলেন টাইগার ক্রিকেটাররা। তাসকিন, লিটন, সাইফ হাসানরা ছিলেন জয়ের নায়ক। সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলতে নামবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজই সিরিজ নিশ্চিত করে ফেলতে পারবে লিটন দাসের দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ—সেই প্রশ্ন অনেকেরই। তবে টাইগারদের সহকারী কোচ সালাউদ্দিন ইঙ্গিত দিয়েছেন প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের।

রবিবার ১৬ সদস্যের দলে একাদশের বাইরে থাকা পাঁচজনের মধ্যে চারজনকে নিয়ে প্রস্তুতি সারেন কোচিং প্যানেলের সদস্যরা। অনুশীলন করা কাউকে কি দেখা যাবে পরের ম্যাচে, এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, এখানে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব। কোচের এমন বক্তব্য স্পষ্ট ধারণা দেয় যে, টাইগারদের একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

উইনিং কম্বিনেশন ভেঙে বাংলাদেশ যদি একাদশে পরিবর্তন আনেও সেটি হবে ওয়ার্কলোডের কারণে। তাসকিন আহমেদকে ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট, যদিও সেটির সম্ভাবনা খুব যে বেশি তা বলা যাবে না। অন্য়থায় দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আসার সুযোগ নেই বললেই চলে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়েই মধ্যেই ডাকসু নির্বাচন হতে হবে : ভিপি প্রার্থী আবিদুল
শুধু দলিলে স্বাক্ষর করলেই সংস্কার হয় না: রেহমান সোবহান
শ্রাবণ-অভিসারে আলোকরাগিণী
আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই : সিইসি
উলিপুরে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রির উদ্ধোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft