বাগদান সেরেছেন মাইকেল জ্যাকসনের ছেলে
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:০৯ পিএম
দীর্ঘদিনের প্রেমিকা মলি শারমানের সঙ্গে বাগদান সেরেছেন বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বড় ছেলে প্রিন্স জ্যাকসন। আট বছর প্রেমের পর নতুন জীবনের দিকে যাত্রা শুরু করলেন এই যুগল।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইনস্টাগ্রামের এক পোস্টে এই সুখবর জানান প্রিন্স। একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘৮ বছর পার হয়ে গেল।

এখন আজীবন একসঙ্গে চলার পালা। মলি ও আমি একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, অসাধারণ স্মৃতি তৈরি করেছি। আমরা একসঙ্গে বিশ্বভ্রমণ করেছি, বিশ্ববিদ্যালয় শেষ করেছি এবং একে অপরের পাশে থেকে অনেক কিছু শিখেছি। এই নতুন অধ্যায়ের জন্য আমি ভীষণভাবে উচ্ছ্বসিত।তোমাকে ভালোবাসি, মলি।’

ছবির ক্যারোসেলে ছিল প্রেমিক যুগলের চুম্বন, পাহাড়ে হাইকিং, কায়াকিং এবং তাদের স্নাতক অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্ত। একটি বিশেষ ছবিতে দেখা যায় তারা মাইকেল জ্যাকসনের মা অর্থাৎ প্রিন্সের দাদী ক্যাথরিন জ্যাকসনের (৯৫) সঙ্গে ক্যালিফোর্নিয়ার এনসিনোতে পারিবারিক বাড়ি হ্যাভেনহার্স্ট এস্টেটের বাইরে বসে আছেন।

তবে ২০১৮ সালে এক বছর পূর্তিতে ইনস্টাগ্রামে প্রথম তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন প্রিন্স।

সে সময় বোন প্যারিস জ্যাকসন মন্তব্য করেছিলেন, ‘তোমাদের একসঙ্গে দেখে মন ভরে যায়। ভালোবাসা ও শুভকামনা।’

প্রেমের সম্পর্ক যতই ব্যক্তিগত হোক না কেন, প্রিন্স সবসময়ই তার প্রয়াত বাবা মাইকেল জ্যাকসনের আদর্শকে মনে ধারণ করেন। ২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাবা আমাকে শিখিয়েছেন ভালোবাসা দিয়ে জীবন পরিচালনা করতে। আমি প্রতিদিন অন্তত একজন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।এটাও বাবার আদর্শকে বাঁচিয়ে রাখার একটা পথ।’

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী
আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রেখে সুনাম কুড়িয়েছে পুলিশ সদস্য রিটন
আগামীকাল সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
গাজীপুরে বিএনপি নেতা আল আমিনের উদ্যোগে গাছের চারা বিতরণ
সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি
বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft