প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:০৬ পিএম

এ প্রজন্মের কন্ঠশিল্পী ইমন খান। তার গাওয়া মৌলিক গান কোটি মানুষ শোনেন। তার মায়াবী কণ্ঠ মন কেড়ে নেয় সংগীত-আমুদে মানুষের। ‘রূপা আমি ভালো নেই’ খ্যাত ইমন খান একের পর এক নতুন গান উপহার দিয়ে চলেছেন।
সম্প্রতি কণ্ঠশিল্পী ইমন খানের ‘বকুল তলায় রুপারে তুই” শিরোনাম নতুন মিউজিক ভিডিও এইচ এইচ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। হানিফ মোহাম্মদের কথায়। সুর ও সংগীত আয়োজন করেছেন পূর্ণ মিলন। মডেল হিসাবে অভিনয় করেছেন মাহিন খান ও এস পি সাথী। ‘বকুল তলায় রুপারে তুই’ গানটি পরিচালনা করেছেন মো. সোহেল খান। প্রযোজনায় এইচ এইচ মাল্টিমিডিয়া।
গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী ইমন খান বলেন, গান তো কম বেশি করি তবে এবারের গানটি একটু ভিন্ন রকম আমার দর্শক এবার ভিন্ন স্বাদ পাবে। গানটি কথা গুলি অসাধারণ । মিউজিক ভিডিওটি নির্মান করেছে এ প্রজন্মের তরুণ নির্মাতা সোহেল খান ভালো কাজ করেন তিনি।
এ প্রসঙ্গে মডেল মাহিন খান বলেন, গানের কথা গুলো ভালো লাগছে কন্ঠশিল্পী ইমন খান দারুণ গানটি। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন মডেল এস পি সাথী।
মডেল এস পি সাথী বলেন, ‘বকুল তলায় রুপারে তুই’ শিরোনামে গানটি অসাধারণ রোমান্টিক গান। আমি আর মাহিন খান এক সঙ্গে কাজ করলাম ইমন ভাইয়ের গাওয়া গান ভালো লাগবে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।
নির্মাতা সোহেল খান বলেন, ‘বকুল তলায় রুপারে তুই’ ইমন ভাইয়ের গাওয়া গানটি অসাধারণ। মিউজিক ভিডিওতে মাহিন খান ও এস পি সাথী রসায়নটা দারুণ ছিলো। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মান কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
আজকালের খবর/আতে