নজরুল প্রয়াণ দিবসে বিটিভিতে ‘আলেয়া’ ও অন্যান্য
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় দেখা গেছেন বিশেষ আয়োজন। যাতে অন্যতম প্রযোজনা হিসেবে ছিলো বিশেষ নাটক ‘আলেয়া’। 

রাত ৯টা প্রচার হবে নাটকটি। কাজী নজরুল ইসলামের লেখা এ নাটকটির টিভি নাট্যরূপ দিয়েছেন কাজী আসাদ। মামুন মাহমুদের প্রযোজনায় এতে অভিনয় করেছেন খাইরুল আলম চৌধুরী টুটুল, নুসরাত জাহান রুহি, তানজিল হক মাইশা, কবির আহমেদ, এবিএম সোহেল, বিমল ব্যানার্জি, শিউলি, সোমা, মনোয়ারসহ অনেকে। 

নাটকের গল্পে দেখা যাবে- ত্রিভুজ প্রেমের জটিলতা ও পরিণতি নিয়ে গড়ে উঠেছে নাটকের প্রেক্ষাপট। এ নাটকের মূল উপজীব্য হলো রাজা মীনকেতু, রানী জয়ন্তী ও উগ্রাদিত্যের মধ্যে প্রেম ও সম্পর্কের জটিলতা। জয়ন্তীর প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা ও আবেগের তীব্রতা নাটকটিকে বিষাদময় পরিণতির দিকে নিয়ে গেছে। 

এদিনের বিশেষ অনুষ্ঠানমালায় সকাল ৮টায় রয়েছে গোলাম মোর্শেদের প্রযোজনায় নজরুল সংগীতের অনুষ্ঠান। নজরুলের গানে মৃত্যু ভাবনার আলোকে গানগুলো পরিবেশন করবেন সুমন মজুমদার, শবনম প্রিয়াংকা, মিরাজুল জান্নাত সোনিয়া, স্বরলিপি, আফসানা রুনা ও পূজন কুমার দাস। ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘আমাদের দুখুমিয়া’ প্রচার হবে সকাল ১১টায়। 

নাজমুল হকের প্রযোজনায় অনুষ্ঠানটিতে থাকছে একক সংগীত, দলীয় সংগীত, দলীয় আবৃত্তি, নৃত্য ও নাটিকা। দুপুর আড়াইটায় রয়েছে গীতিনৃত্যানুষ্ঠান ‘বনের বেদে’। বাঁশরী শিল্পচর্চা কেন্দ্রের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। 

তৎকালীন বেদে সম্প্রদায়ের জীবন, তাদের সুখ-দুঃখ ও ভালোবাসা নিয়ে রচিত হয়েছে ‘বনের বেদে’। বিকাল সাড়ে ৩টায় থাকছে আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় ও মুনমুন আহমেদের উপস্থাপনায় নৃত্যানুষ্ঠান ‘আমারে দেবনা ভুলিতে’। দুপুর ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে মাহবুবা জেমিনের প্রযোজনায় নজরুলের কবিতা নিয়ে আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচার হয় আফরোজা সুলতানার প্রযোজনায় আলেখ্যা অনুষ্ঠান। নজরুলের গান, কবিতা, নৃত্য ও আলোচনার মাধ্যমে সাজানো হয়েছে আলেখ্যানুষ্ঠানটি।

এছাড়াও রাত ১০টায় প্রচার হয় নজরুলের গান নিয়ে দ্বৈত সংগীত অনুষ্ঠান। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী। তানভীর আলম সজিবের সংগীত পরিচালনায় ‘অঞ্জলি লহ মোর’ গানটি ইয়াসমিন মুস্তারি ও তানভীর সজিব কণ্ঠে ধারণ করেন, ‘কেনও আসিলে ভালোবাসিলে’ গাইবেন সালাউদ্দিন আহমেদ ও প্রিয়াংকা গোপ, ‘তুমি লহো প্রভু আমার’ ফাতেমা তুজ জোহরা ও মাহমুদুল হাসান, ‘কথা কও’ গাইবেন ইয়াকুব আলী খান ও সুকন্যা, ‘মোরা আর জনমে হংসমিথুন’ গাইবেন ড. নাশিদ কামাল ও বিজন চন্দ্র মিস্ত্রী, ‘মনে পড়ে আজ সে কোন জনমে’ গাইবেন নোশিন লায়লা ও মোহিত খান। এছাড়াও ‘নিশি নিঝুম’ গানটি গান শারমিন সাথী ইসলাম ও রেজওয়ানুল ইসলাম, ‘ফুলেরও জলসায়’ গাইবেন রওশন আরা সোমা ও শহীদ কবির পলাশ, ‘আবার ভালোবাসার সাধ’ গাইবেন রেবেকা সুলতানা ও সঞ্জয় কবিরাজ এবং ‘তুমি সুন্দর তাই’ গানটি গান ছন্দা চক্রবর্তী ও ইমতিয়াজ আহমেদ খান।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী
আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রেখে সুনাম কুড়িয়েছে পুলিশ সদস্য রিটন
আগামীকাল সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
গাজীপুরে বিএনপি নেতা আল আমিনের উদ্যোগে গাছের চারা বিতরণ
সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি
বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft