প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:৪৪ পিএম

সময়টা ১৯৯৯ সাল, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘বাদশা’ সিনেমা, যেটি মুক্তির পর ব্লকবাস্টার হিট হয়েছিল। ছবিটিতে শাহরুখ খান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন টুইংকেল খান্না এবং জনি লিভার। ছবিটিতে জনি লিভারকে দেখা গিয়েছিল শাহরুখ খানের প্রিয় বন্ধু এবং সহকারীর ভূমিকায়। কিন্তু জানেন কি? এই ছবির কাজের সময় জনি এমন কিছু করেছিলেন যা তার পেশাদারি যে কতখানি তার একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে।
যেদিন ছবির শুরুর দৃশ্যের শ্যুট হওয়ার কথা ছিল, সেদিন জনি লিভারকে পুরো সময়টা জুড়ে খুব আনমনা ও গম্ভীর দেখাচ্ছিল। তিনি তার চরিত্রটি খুব ভালোভাবেই ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছিলেন, কিন্তু ক্যামেরা বন্ধ হলেই গম্ভীর হয়ে যাচ্ছিলেন।
‘বাদশা’-এর এন্ট্রি দৃশ্যে জনি লিভারকে খুব প্রাণোচ্ছ্বল দেখাচ্ছিল। ছবিটির পরিচালক আব্বাস মাস্তান লক্ষ্য করেছিলেন যে শুটিং ছাড়া বাকি সময়টা বেশ মুখ ভার করে বসে থাকেন জনি। তাই তিনি শুটিং শেষে জনির সঙ্গে দেখা করে জানতে চান, তিনি কেন এমন শুকনো মুখে বসে রয়েছেন? তখন জনি লিভার জানান যে, তার বাবার একটি বড় অপারেশন হয়েছে এবং এই কারণেই তিনি চিন্তিত এবং তার খুব মন খারাপ। আব্বাস মাস্তান তখন তাকে বলেন যে, তিনি (জনি লিভার) যদি তাদের আগে বলতেন, তাহলে তারা শুটিং বাতিল করে দিতেন।
এর উত্তরে জনি লিভার বলেন যে, তিনি জানতেন যে এটা জানালে ছবির শুটিং বাতিল হতে পারে, কিন্তু জনি চাননি যে ছবির শিডিউল কোনোভাবে তার জন্য নষ্ট হোক। এই ঘটনার মাধ্যমেই বোঝা গিয়েছিল জনি লিভার কত বড় মাপের পেশাদার অভিনেতা, পাশাপাশি কাজের প্রতিও কতখানি যত্নশীল।
প্রসঙ্গত, আব্বাস মাস্তান পরিচালিত এ ছবিটিতে অ্যাকশন থেকে শুরু করে কমেডি সব কিছুই ছিল ভরপুর। এই ছবিটির পরই ‘বলিউডের বাদশা’ উপাধি পেয়েছিলেন শাহরুখ খান।
আজকালের খবর/বিএস