জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রাথমিক শিক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে বিনিয়োগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:০৬ পিএম
দেশের শিক্ষিত তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় সংস্কার ও বিনিয়োগ জরুরি। বিশেষ করে প্রাথমিক শিক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতিতে প্রয়োজন যুগোপযোগী পরিবর্তন করতে হবে। আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর নিজে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণদের দেশপ্রেম ও সাহসিকতা দেশে আন্দোলনের এক নতুন অধ্যায় রচনা করেছে।

ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় আড়াই হাজার কলেজে পড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী। তাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে আমরা পুরনো সিলেবাস সংস্কারসহ প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি।

তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ৫০ হাজার কলেজছাত্রীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা আত্মকর্মসংস্থান করতে পারে। পাশাপাশি এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে কর্মমুখী ও ক্যারিয়ার ভিত্তিক দক্ষতা উন্নয়নে কাজ করা হচ্ছে।

ড. আমানুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কৃতি ও খেলাধুলায় অভ্যুত্থান ঘটানোর পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর ও স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযম এবং সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম।

জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১৮৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ইভেন্টগুলোর মধ্যে ছিল- বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, অভিনয়, লোক ও গণসংগীত, দেশাত্মবোধক ও রবীন্দ্র-নজরুল সংগীত, নৃত্য ও সৃজনশীল দলীয় পরিবেশনা। অনুষ্ঠানে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমানে ঘুমন্ত কিশোরীকে পাশে পেয়ে সংযম হারালেন ভারতীয় ব্যবসায়ী, অতঃপর...
যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন: সালাহউদ্দিন
প্রাথমিক শিক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে বিনিয়োগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নির্বাচনী এলাকা খালিয়াজুরী চষে বেড়াচ্ছেন লুৎফুজ্জামান বাবর
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫
ধর্মপাশায় ধারাম হাওরে নৌকাডুবি: ২ জন নিখোঁজ, ১ জন গুরুতর আহত
দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে : সিইসি
মাইনাস-টু ফর্মুলা সক্রিয় হওয়ার শঙ্কা জানালেন মির্জা আব্বাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft