ত্রপা মজুমদার নির্দেশিত ‘বারামখানা’য় এরশাদ হাসান
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:৫৫ পিএম
মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে থিয়েটারের ৪১তম প্রযোজনার আলোচিত নাটক ‘বারামখানা’। এদিন নাটকটির ৪৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে লালনের জীবন প্রবাহ ও আখড়া কেন্দ্রিক বিদ্যমান পরিস্থিতি দেখানো হয়েছে। নাটকটিতে লালনের প্রধান শিষ্য শীতল সাঁই চরিত্রে অভিনয় করেছেন এরশাদ হাসান।  

এরশাদ হাসান ২০০৬ সালে অভিনেতা হওয়ার বাসনা নিয়ে জাতীয় অধ্যাপক কবির চৌধুরী পরিচালিত থিয়েটার স্কুলের এক বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে প্রশিক্ষণ শেষে কর্মশালা ভিত্তিক নাট্য প্রযোজনা, মলিয়েরের রচনা থেকে গিরিশ ঘোষের অনুবাদে ভাস্বর বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশনায় ‘য্যায়সা-কা-ত্যায়সা’ নাটকের রসিক মোহন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় দিয়ে মঞ্চ আলোকিত করেন। 

বারামখানায় নিজের চরিত্র নিয়ে এরশাদ বলেন, এটা আমার জন্য বড় সুযোগ এবং চ্যালেঞ্জ। ত্রপা মজুমদারের মতো বরণ্যে যখন আমাকে নিয়ে কাজ করেন তখন ভালো করার চ্যালেঞ্জটা এসে যায়। আমার ওপর ভরসা রাখায় আপুর প্রতি কৃতজ্ঞ।

পরবর্তীতে বিশ্ববরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের দৃষ্টিকেড়ে নিয়ে সরাসরি হয়ে গেলেন থিয়েটার নাট্যদলের দলীয় সদস্য ও নাট্যকর্মী। তারপর একের পর এক মঞ্চ ও টেলিভিশ নাটকের চরিত্র থেকে বিচিত্র চরিত্রে অভিনয় যাত্রা। ইতোমধ্যে মঞ্চে বিভিন্ন নাটকে তিনশত বারের অধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। এরশাদ যেমন একাধারে বেতার ও বিটিভিতে তালিকাভুক্ত অভিনয় শিল্পী, আবার তেমনি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত টিভি নাটকের নিয়মিত অভিনয় শিল্পী। অভিনয়ের জন্য ইতোমধ্যে বিভিন্ন নাট্যপদকসহ অর্জন করেছেন ট্র্যাব মিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৫। 

বারামখানা’য় অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, এরশাদ হাসান, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, কাওসার রাজীব, আবদুল্লাহ আল মামুন জুয়েল, রাশেদুল আওয়াল শাওন, ইসমত আরা, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক, সফিউর রহমান মানু, জোয়ারদার সাইফ, তানভীর হোসেন সামদানী, মোহাম্মদ আতিকুর রহমান, কল্যাণ চৌধুরী, আপন আহসান, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবির, কানিজ ফাতেমা সোনিয়া, তাহমিনা স্মৃতি প্রমুখ।

মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, পলাশ হেনন্ড্রী সেন, পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি, সংগীত পরিকল্পনায় কার্তিক এবং লাঠিখেলা পরিচালনায় সাইদুরর হমান লিপন। মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন খুরশীদ আলম।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ
এনবিআরে বড় ধরনের রদবদল, ৫৮ কর্মকর্তার বদলি
পিএসসিতে নতুন ৩ সদস্য নিয়োগ
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ
সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হিট প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ইউজিসির
সোনাতলায় নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার
উখিয়া থানার সামনে শিক্ষক ও বিক্ষুব্ধ জনতা অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft