নির্বাচনী এলাকা খালিয়াজুরী চষে বেড়াচ্ছেন লুৎফুজ্জামান বাবর
সোহান বিন নবাব, খালিয়াজুরী
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:৫০ পিএম
নিজ নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির সাবেক এমপি ও চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গতকাল শুক্রবার সকাল‌ ১০টায় মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর বাজারে পথসভার মাধ্যমে শুরু করেন খালিয়াজুরী সফর। পরে সারাদিন মেন্দিপুর ও নৌপথে স্পীড বোট যোগে চাকুয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামের মোড়ে মোড়ে পথসভার মধ্যে গচিখাই গ্রামে শেষ হয়।

আজ শনিবার সফরের দ্বিতীয় দিনে সদর ইউনিয়ন ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাটবাজারে চলছে পথসভা। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারেরা স্বাগত জানিয়েছে লুৎফুজ্জামান বাবরকে ও আগামীকাল নগর ও গাজীপুর ইউনিয়ন পথসভার মধ্যে শেষ‌ হবে তিন দিনের সফর।

দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা ৪ আসনের একজন যোগ্য প্রার্থী। অতীতের এই হাওর এলাকা উন্নায়ন ও বেকারত্ব দূরীকরণে বহু কাজ করে গিয়েছেন। তাই অবহেলিত খালিয়াজুরীর উন্নায়নে লুৎফুজ্জামান বাবরের কোনো বিকল্প নেই।

এ সময় লুৎফুজ্জামান বাবর পথ সভায় বিভিন্ন বক্তব্য বলেন, খালিয়াজুরী এখনো ১৭ বছর আগের খালিয়াজুরী রয়েছে। না হয়েছে এলাকার উন্নয়ন, না হয়েছে মানুষের জীবনযাত্রার মান। তবে, ভবিষ্যতে যদি জনগণের প্রতিনিধি হয়ে ক্ষমতায় আসে তবে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নায়নের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এলাকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে। তাছাড়া তিনি পরিবেশ সুরক্ষা ও পরিবেশ ভারসাম্য রক্ষায় সবুজ বনায়ন ও বৃক্ষরোপণের উপর জোর দিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও মসজিদে (ফলজ,বনজ,ঔষধি) বৃক্ষ উপহার দেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমানে ঘুমন্ত কিশোরীকে পাশে পেয়ে সংযম হারালেন ভারতীয় ব্যবসায়ী, অতঃপর...
যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন: সালাহউদ্দিন
প্রাথমিক শিক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে বিনিয়োগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নির্বাচনী এলাকা খালিয়াজুরী চষে বেড়াচ্ছেন লুৎফুজ্জামান বাবর
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫
ধর্মপাশায় ধারাম হাওরে নৌকাডুবি: ২ জন নিখোঁজ, ১ জন গুরুতর আহত
দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে : সিইসি
মাইনাস-টু ফর্মুলা সক্রিয় হওয়ার শঙ্কা জানালেন মির্জা আব্বাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft