চরম অর্থকষ্টে রুদ্রনীল
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:১২ পিএম
অভিনেতা রুদ্রনীল ঘোষ মানেই সিনেমার পর্দায় একেবারে অভিনয়ের এক পাঠশালা। একদম নিখুঁত এক অভিনেতা। সিরিয়াস কোনো চরিত্রে অভিনয় হোক কিংবা কমেডি, সব ধরনের চরিত্রেই রুদ্রনীল মন জিতে নেন। একের পর এক দুর্দান্ত সিনেমায় নিজের জাত চিনিয়েছেন।

তবে গত কয়েক বছরে বদলে গেছে চিত্র। ইদানীং আর সেভাবে পর্দায় দেখা যায় না তাকে। সেটার পেছনে একটাই কারণ, রাজনীতি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে টালিউডে অনেকটাই কোণঠাসা রুদ্রনীল।
এদিকে অনেক দিন ধরে হাতে কাজ না থাকায় অর্থকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে। রুদ্রনীল বলেন, ‘আমি রেঞ্জ রোভার চড়তাম। ৬৫ লাখ টাকার গাড়ি।

কোনো রাজনীতির পয়সায় নয়, আমার অভিনয়ের পরিশ্রমের টাকা দিয়ে কেনা। গাড়িটা বিক্রি করতে হয়েছে। রানীকুঠির একটি ফ্ল্যাটও বেচতে হয়েছে।’ 

রুদ্রনীল বলেন, ‘আমার হাতে কাজ নেই। তাহলে কী করব? চুরি তো করব না। গাড়ি-বাড়ি বেচতে হয়েছে, কারণ, দীর্ঘ দিন ধরে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমার রোজগারটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল।’ 

এক সময় যেসব নির্মাতা-বন্ধুদের সিনেমায় নিয়মিত অভিনয় করতেন, এখন রাজনৈতিক মতভেদের কারণে তাঁরা আর ডাকেন না রুদ্রনীলকে। এ নিয়ে আক্ষেপ করে বললেন, ‘আমার প্রিয় বন্ধুরা তাদের সিনেমায় আমাকে নিতে ভয় পায়। কারণ, আমাকে নিলে তাদের শুটিংয়ে অসুবিধা হবে। শুটিং বন্ধ হয়ে যাবে। অথচ আমার এসব বন্ধুবান্ধবেরা যখন ভাত খেতে পেত না, তখন রুদ্রনীল ঘোষ তাদের পাশে দাঁড়িয়েছিল।’

রুদ্রনীল এখনো বিয়ে করেননি। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে একা থাকেন। অভিনেতা জানালেন, ২০২৬ সালে বিয়ের পরিকল্পনা করছেন। পাত্রীর খোঁজ চলছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা তাঁর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘ধূমকেতু’। দীর্ঘ দিন আটকে থাকার পর এ মাসে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন দেব ও শুভশ্রী।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ
এনবিআরে বড় ধরনের রদবদল, ৫৮ কর্মকর্তার বদলি
পিএসসিতে নতুন ৩ সদস্য নিয়োগ
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ
সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হিট প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ইউজিসির
সোনাতলায় নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার
অদ্ভুত এক ঘটনা আগামী কয়েক দিনের মধ্যে ঘটতে যাচ্ছে: মেজর হাফিজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft