তিন ধারাবাহিকে বড়দা মিঠু
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:১৩ পিএম
বাংলা নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বড়দা মিঠু। তার প্রকৃত নাম মাহমুদুল হাসান মিঠু। তবে অভিনয়ের দুনিয়ায় সবাই ভালোবেসে তাকে বড়দা মিঠু নামে ডাকেন। বৈচিত্র্যময় অভিনয় কারিশমা দেখিয়ে তিনি ভালোবাসা পেয়েছেন দর্শকেরও। ছোট-বড় দুই পর্দায়ই তিনি সমান সাবলীল।

চলচ্চিত্রের পাশাপাশি বড়দা মিঠু ব্যস্ত আছেন নাটকে। সম্প্রতি তার অভিনীত তিনটি নতুন ধারাবাহিক নাটক প্রচারে এসেছে। নাটকগুলো হচ্ছে কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রতিদিনের ধারাবাহিক ‘রুপনগর’, রুমান রুনির পরিচালনায় বৈশাখী টিভিতে ‘গিট্টু’ ও চ্যানেল এস-এ শাওন মাহবুবের ‘৬৯ ব্রাদার’।

তিনটি ধারাবাহিক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জানিয়ে বড়দা মিঠু বলেন, ‘ভিন্ন ভিন্ন তিনটি চরিত্রে ধারাবাহিকগুলোতে আমাকে দেখা যাবে। গল্পেও ভিন্নতা আছে। পরিবার নিয়ে দেখার মতো তিনটি গল্প। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

এই অভিনেতা দুই পর্দায় কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ভার্চুয়াল জগতের অশ্লীল ওয়েব সিরিজ নিয়ে তার আপত্তি আছে। এ প্রসঙ্গে বড়দা মিঠুর বক্তব্য, ‘যা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, সেটি আমি কখনোই করব না। অন্যদেরও করা উচিত নয়। আমাদের আশেপাশে অনেক ভালো ভালো গল্প আছে, যা চাইলেই আমরা সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারি।

বর্তমানে বাংলাদেশি নাটকও নায়ক-নায়িকা নির্ভর হয়ে গেছে। তাই নির্মাতাদের পারিবারিক গল্পের প্রতি জোর দেয়া উচিত বলে মনে করেন বড়দা মিঠু।

বড়দা মিঠু অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘আয়না’সহ বেশ কয়েকটি সিনেমা। এছাড়া নিয়মিত একক নাটকে অভিনয় করছেন তিনি। বেশ কয়েকটি একক নাটক প্রচারের অপেক্ষায় আছে।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ
এনবিআরে বড় ধরনের রদবদল, ৫৮ কর্মকর্তার বদলি
পিএসসিতে নতুন ৩ সদস্য নিয়োগ
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ
সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হিট প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ইউজিসির
সোনাতলায় নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার
উখিয়া থানার সামনে শিক্ষক ও বিক্ষুব্ধ জনতা অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft