সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাের কান্দাপাড়া হইতে মহেশপুর গ্রামে একটি বিয়ের আলোচনা করার জন্য যাওয়ার পথে নৌকাযোগে ধারাম হাওরে ঝড়ে আক্রান্ত হয়ে মাঝিসহ ৭ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধারাম হাওরের কুড়ের পাড় নামক স্থানে নৌকাডুবির এ ঘটনাটি ঘটে।
আশ পাশের কুড়ের পাড় ও বিল্লাল পাড়া থেকে জেলেরা এসে ৫জনকে উদ্ধার করে। তাদের মধ্যে একজন কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৫) গুরুতর আহত অবস্থায় ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্য ২জন নিখোঁজরা হলেন- কেশবপুর গ্রামের শামসুদ্দিন ঘটক (৫৪) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৭)। এই নিখোঁজ ২জনকে উদ্ধারের জন্য এলাকার জেলেরা ও সাধারণ মানুষসহ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী ও ৫ জনের একটি টিম খনাজালসহ বিভিন্ন জাল দিয়ে হাওরে উদ্ধার কাজ পরিচালনা করছে।
জানা যায়, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আসবে, ইতিমধ্যে রাস্তায় রয়েছেন। ঘটনার খবর পেয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক ঘটনাস্থলে আসেন এবং দিনভর জনসাধারণের সঙ্গে উদ্ধার কাজে সহায়তা করছেন।
এলাকাবাসী ও প্রশাসনের সঙ্গে আলাপ কালে জানা যায়, দীর্ঘ ৬ ঘন্টা পানির নিচে থাকায় নিখোঁজদের বেঁচে থাকার আশা নেই।