ধর্মপাশায় ধারাম হাওরে নৌকাডুবি: ২ জন নিখোঁজ, ১ জন গুরুতর আহত
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৪:১৭ পিএম
নিখোঁজ দু’জন- নুসরাত ও শামসুদ্দিন ঘটক।

নিখোঁজ দু’জন- নুসরাত ও শামসুদ্দিন ঘটক।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাের কান্দাপাড়া হইতে মহেশপুর গ্রামে একটি বিয়ের আলোচনা করার জন্য যাওয়ার পথে নৌকাযোগে ধারাম হাওরে ঝড়ে আক্রান্ত হয়ে মাঝিসহ ৭ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধারাম হাওরের কুড়ের পাড় নামক স্থানে নৌকাডুবির এ ঘটনাটি ঘটে।

আশ পাশের কুড়ের পাড় ও বিল্লাল পাড়া থেকে জেলেরা এসে ৫জনকে উদ্ধার করে। তাদের মধ্যে একজন কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৫) গুরুতর আহত অবস্থায় ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্য ২জন নিখোঁজরা হলেন- কেশবপুর গ্রামের শামসুদ্দিন ঘটক (৫৪) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৭)। এই নিখোঁজ ২জনকে উদ্ধারের জন্য এলাকার জেলেরা ও সাধারণ মানুষসহ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী ও ৫ জনের একটি টিম খনাজালসহ বিভিন্ন জাল দিয়ে হাওরে উদ্ধার কাজ পরিচালনা করছে। 

জানা যায়, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আসবে, ইতিমধ্যে রাস্তায় রয়েছেন। ঘটনার খবর পেয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক ঘটনাস্থলে আসেন এবং দিনভর জনসাধারণের সঙ্গে উদ্ধার কাজে সহায়তা করছেন। 

এলাকাবাসী ও প্রশাসনের সঙ্গে আলাপ কালে জানা যায়, দীর্ঘ ৬ ঘন্টা পানির নিচে থাকায় নিখোঁজদের বেঁচে থাকার আশা নেই। 

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমানে ঘুমন্ত কিশোরীকে পাশে পেয়ে সংযম হারালেন ভারতীয় ব্যবসায়ী, অতঃপর...
যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন: সালাহউদ্দিন
প্রাথমিক শিক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে বিনিয়োগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নির্বাচনী এলাকা খালিয়াজুরী চষে বেড়াচ্ছেন লুৎফুজ্জামান বাবর
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫
ধর্মপাশায় ধারাম হাওরে নৌকাডুবি: ২ জন নিখোঁজ, ১ জন গুরুতর আহত
দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে : সিইসি
মাইনাস-টু ফর্মুলা সক্রিয় হওয়ার শঙ্কা জানালেন মির্জা আব্বাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft