‘খোয়াবনামা’য় থাকছে মায়াবী এক গল্প
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:০৯ পিএম
কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি—ভয় ধরানো এক পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘খোয়াবনামা’। অস্বস্তিকর, ধাঁধাময় এবং কৌতূহল জাগানিয়া এই পোস্টার ছোটবেলার দেখানো ‘কবরের আজাব’-ধাঁচের আতঙ্কের স্মৃতিও উসকে দিচ্ছে দর্শকদের মনে, যা নিয়ে অন্তর্জালে চলছে তুমুল আলোচনা।

বরাবরই হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য পরিচিত ভিকি জাহেদ। যার ফলে তার আসন্ন নাটকের পোস্টার দর্শকদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে।

এর পরই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে নাটকটির আরো একটি পোস্টার, যেখানে বেশ রোমান্টিক আবহে ধরা দিয়েছেন এর কেন্দ্রীয় দুই শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘খোয়াবনামা মানে স্বপ্নের আখ্যান, স্বপ্নের ব্যাখ্যা; গল্পের প্রয়োজনেই নামটা রেখেছি। এটা রোমান্স-ট্র্যাজেডি জনরার কাজ। আমার বিশ্বাস, গল্পের শেষ দৃশ্যে দর্শক আবেগতাড়িত হয়ে পড়বেন।’

তিনি আরো বলেন, ‘ক্যাপিটাল ড্রামার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সেই হিসেবে এই প্রজেক্টটা বেশ স্পেশাল আমার জন্য। খোয়াবনামার গল্পটা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়। এক অদ্ভুত মায়া কাজ করে গল্পটার প্রতি আমার।’

তানজিন তিশা বলেন, ‘খোয়াবনামা-তে আমার চরিত্রের নাম রূপা। গল্পটা প্রথমবার পড়ার পরেই আমার পছন্দ হয়ে হয়েছিল। রূপা চরিত্রের গ্রাফটা খুব আনপ্রেডিক্টেবল ছিল। তাই পারফরম্যান্সটাও চ্যালেঞ্জিং ছিল। এখানে দর্শকরা ভিকি ভাইয়ার সিগনেচার টুইস্টের সাথে পাবেন মায়াবী এক গল্প। আমি আশা করছি, খোয়াবনামা দর্শকদের খুব ভালো লাগবে।’

এর আগে তৌসিফ জানিয়েছিলেন, এই কাজটি করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছিলেন। রাত ৩টার সময় কবরে শুতে হয়েছে তাকে। এমনকি জলজ্যান্ত সাপকে ছেড়ে দেওয়া হয়েছে তার ওপর।

ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়া নিয়ে বলেছিলেন, ‘মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া, মৃত্যুর ভয়। খোয়াবনামা করতে গিয়ে আমাকে একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে।’

ক্যাপিটাল ড্রামা জানিয়েছে, আগামী ২৮ আগস্ট ‘খোয়াবনামা’ নাটকটি তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ
এনবিআরে বড় ধরনের রদবদল, ৫৮ কর্মকর্তার বদলি
পিএসসিতে নতুন ৩ সদস্য নিয়োগ
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ
সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হিট প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ইউজিসির
সোনাতলায় নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার
অদ্ভুত এক ঘটনা আগামী কয়েক দিনের মধ্যে ঘটতে যাচ্ছে: মেজর হাফিজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft