প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম

এবারই প্রথম সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এ সময়ের ছোট পর্দার শক্তিমান অভিনেত্রী রুনা খান। ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামে সিনেমাটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী।
‘কাগজ’খ্যাত নির্মাতা জানান, এরইমধ্যে সিনেমার প্রধান চরিত্র অভিনয়ের জন্য রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন। বাকি শিল্পীদের নির্বাচন প্রক্রিয়াও প্রায় শেষ। বছরের শেষ প্রান্তে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। তার আগেই নির্মাণ সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সম্পন্ন করবেন।
অভিনেত্রী রুনা খানের কথায়, পরিণত শিল্পী হিসেবে নিজেকে তুলে ধরতেই নানা ধরনের চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। সে কারণে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র নায়িকা চরিত্রটি বেছে নিয়েছেন। দর্শক পর্দায় আরেকটি নতুন চরিত্রে তাকে আবিষ্কার করুক- এই ভাবনা থেকে অভিনয়ে নিজেকে ভেঙে নতুনরূপ তুলে ধরার চেষ্টা।
এই অভিনেত্রী বলেন, আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখেন। কিন্তু অনেকে ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা একটা জীবন আছে। আমাদেরও আছে সুখ-দুঃখ-হাসি-কান্নার বাস্তব গল্প। এমনই এক নায়িকার গল্প নিয়ে মূলত ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নির্মিত হচ্ছে। আমার ধারণা, পরিকল্পনামাফিক কাজটি শেষ করতে পারলে এটি হবে দর্শকমনে ছাপ ফেলার মতো একটি সিনেমা।
উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পায় জুলফিকার জাহেদীর ‘কাগজ’ সিনেমাটি। এটি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ভারতের বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যালে পুরস্কৃত এবং মনোনীত হয়।
এছাড়া শতাধিক গানের গীতিকবি আলী জুলফিকার জাহেদী, তার সৃজনশীল কাজের মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে ভারতীয় মুভি প্রোডিউসার অ্যাসোসিয়েশন (ওগচচঅ) এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের (ওঋঞউঅ) আজীবন সদস্যপদ লাভ করেন।
আজকালের খবর/আতে