প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:৩২ পিএম

পদক প্রদান ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার আয়োজিত ‘সেলিম আল দীন ৭৬ জয়ন্তী নাট্যোৎসব’। গত ১৮ আগস্ট ২০২৫ (সোমবার) রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উৎসবের সমাপনী সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সমাপনী আয়োজনে ঢাকা থিয়েটার প্রবর্তিত তিনটি পদক প্রদান করা হয়। এ বছর সেলিম আল দীন পদক পেয়েছেন নাট্যকার আসাদুল্লাহ ফারাজী।
এ ছাড়া সৈয়দ বজলুল করিম ও মকসুদ-উস-সালেহীন পদক পেয়েছেন খ্যাতিমান অভিনয়শিল্পী ও নাট্যনির্দেশক লাকী ইনাম, আর ফওজিয়া ইয়াসমীন শিবলী পদক পেয়েছেন মণিপুরি থিয়েটারের অভিনয়শিল্পী জ্যোতি সিনহা।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী।
পদক প্রদানের পর মঞ্চে পরিবেশিত হয় সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’। দর্শক-শ্রোতাদের উপচেপড়া ভিড়ে নাটকটির পরিবেশনা উৎসবের সমাপনী সন্ধ্যায় এক বিশেষ আবহ তৈরি করে।
আজকালের খবর/আতে