ডিমলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:০১ পিএম
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) র‍্যালিটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সহ-সভাপতি আমিনুজ্জামান গাজী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঝুনাগাছ চাপানি ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স, উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম আলাল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সেলিম ইসলাম সাগর, ইসলামিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র‍্যালিটি ছিল একসাথে শোভাযাত্রা, ব্যানার, ফেস্টুন এবং শ্লোগানের মাধ্যমে সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতিতে মুখরিত। দলীয় স্লোগান ও জাতীয় পতাকা ধারণ করে র‍্যালিটি সকলকে একত্রিত করে।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন। 

তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ
এনবিআরে বড় ধরনের রদবদল, ৫৮ কর্মকর্তার বদলি
পিএসসিতে নতুন ৩ সদস্য নিয়োগ
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ
সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হিট প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ইউজিসির
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার
উখিয়া থানার সামনে শিক্ষক ও বিক্ষুব্ধ জনতা অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ
অদ্ভুত এক ঘটনা আগামী কয়েক দিনের মধ্যে ঘটতে যাচ্ছে: মেজর হাফিজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft