আটকদের মুক্তির দাবিতে উত্তপ্ত পরিস্থিতি
উখিয়া থানার সামনে শিক্ষক ও বিক্ষুব্ধ জনতা অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:৫৬ পিএম
কক্সবাজারের উখিয়া থানার সামনে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন তীব্র আকার নিয়েছে। আটকদের মুক্তির দাবিতে শিক্ষক ও বিক্ষুব্ধ জনতা বুধবার (২০ আগস্ট) সকাল থেকে থানার সামনে অবস্থান করছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

পুলিশের সঙ্গে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া, ধস্তাধস্তি ও ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়েছে। এনসিপি, বিএনপি ও জামায়াতের নেতারা থানায় অবস্থান নিয়ে পরিস্থিতি সমন্বয় করছেন এবং সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

এর আগে সকালে, স্থানীয় শিক্ষকরা শহীদ মিনার ও রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে অবস্থান নেন। পুলিশের বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং একপর্যায়ে লাঠিচার্জ করা হয়। এতে অন্তত ১০ জন শিক্ষক আহত হন। গুরুতর আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জুলাই যোদ্ধা জিনিয়া, নওশাদ, শিক্ষক সমন্বয়ক শামীমসহ ২৫-৩০ জনকে আটক করে উখিয়া থানায় নিয়ে গেছে।

আন্দোলনকারীরা দাবি করছেন, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন, কিন্তু পুলিশ অকারণে বলপ্রয়োগ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায়, এক নারী শিক্ষিকা মারা গেছেন বলে আরেক সহকর্মী চিৎকার করছেন; পরে জানা যায়, তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, সকাল থেকেই শিক্ষকেরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লাঠিচার্জের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জনতা থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালাচ্ছেন।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সিরাজদিখানে বর্ণাঢ্য র‍্যালি
১৫ আগস্ট প্রশ্নে জবাব দিলেন ঢাকাই সিনেমার পোস্টারবয় শাকিব খান
পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা
আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি জায়গায় বিএনপি নেতার দোকান নির্মাণ
বিপ্লববিরোধীদের তালিকা নিয়ে ইবি ছাত্রনেতাদের অসন্তোষ
রাশিয়া থেকে দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ
এবার বাংলাদেশ বিমানের চাকা চুরি!
উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft