
বগুড়ার সোনাতলায় নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯ আগস্ট ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী।
একদিন পর আজ বুধবার বিকালে সোনাতলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও বর্নাঢ্য র্যালির মধ্য দিয়ে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
উপজেলা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে উপজেলা দলিয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়, পরে নেতাকর্মীবৃন্দ এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি, বগুড়া-১ বিএনপির সর্বশেষ এম পি প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওহাব হক এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজু আহমেদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদি সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম শিপন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান বাবু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. পাভেল আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
আজকালের খবর/ওআর