প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:২২ এএম

দীর্ঘদিন ধরে জাতীয় দলে বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না তিনি। এ সময়টা আমেরিকায় পরিবারের সঙ্গে কাটাচ্ছেন তিনি। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠের বাইরে থাকলেও আবারও আলোচনায় এসেছেন তিনি।
শনিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাস্তায় হঠাৎ দেখা হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে।
আহবাব আহমেদ সিকদার নামের একটি ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এই ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে তিনি লিখেছেন, কিংবদন্তিরা ধরা দেয়।
ছবিটি মুর্হূতেই ভাইরাল হয়ে যায়, তবে ছবিটিতে কেউ যুক্তরাষ্ট্রের রাস্তায় তোলা বলে দাবি করেছেন। আবার কারও দাবি ছবিটি লন্ডনের।
তবে আহমেদ সিকদারের ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তিনি লন্ডনেই বসবাস করেন। সাকিব-রোহিতের ছবি পোস্ট করার আগে তিনি বিশ্বসেরা অলরাউন্ডারের আরও একটি ছবি পোস্ট করেছে। যেখানে দেখা যায় তিনি লন্ডনের পাবলিক বাসে বসে আছে।
এটা থেকে বোঝা যায় সাকিব বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানেই রোহিতের সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশি তারকার।
গতবছর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব। ১২৯ টি-টোয়েন্টিতে ১২৭ ইনিংসে ২৫৫১ রান, গড় ২৩.১৯ এবং স্ট্রাইকরেট ১২১.১৮। বোলিংয়ে ১২৬ ইনিংসে পেয়েছেন ১৪৯ উইকেট। ৬.৮১ ইকোনমি রেটে বোলিং গড় ২০.৯১ ও স্ট্রাইক রেট ১৮.৪। ২০ রানে ৫ উইকেট ইনিংসে সেরা বোলিং।
আজকালের খবর/বিএস