মারা গেলেন চ্যাম্পিয়নস লিগজয়ী পর্তুগিজ কিংবদন্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:২৩ পিএম
চ্যাম্পিয়নস লিগজয়ী পর্তুগিজ কিংবদন্তি ফুটবলার জর্জ কস্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় পোর্তোর ট্রেইনিং সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।

বার্তা সংস্থা এপি জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সাবেক এই ডিফেন্ডার। মৃত্যুর সময় তিনি এফসি পোর্তোর ফুটবল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। ফুটবল ক্যারিয়ারে কস্তা ছিলেন এফসি পোর্তোর কিংবদন্তি। ক্লাবটির হয়ে ৩৮৩টি ম্যাচ খেলেছেন তিনি। সবমিলিয়ে তার পেশাদার ক্যারিয়ারে ম্যাচসংখ্যা ৫৩০টি। জাতীয় দলের হয়ে খেলেছেন ৫০টি আন্তর্জাতিক ম্যাচ।

২০০৪ সালে কস্তার অধিনায়কত্বেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের ট্রফি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতে পোর্তো। আগের বছর, অর্থাৎ ২০০৩ সালে তার নেতৃত্বেই দলটি জিতেছিল উয়েফা কাপ। ক্লাবটির হয়ে তিনি ৮ বার পর্তুগিজ লিগ শিরোপাও জিতেছেন।

জর্জ কস্তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এফসি পোর্তো। এক বিবৃতিতে তারা জানায়, জর্জ কস্তা মাঠের ভেতর ও বাইরে এফসি পোর্তোর মূল্যবোধের প্রতীক ছিলেন। নিষ্ঠা, নেতৃত্ব, আবেগ এবং অদম্য জয়ের মানসিকতা—সবই তিনি ধারণ করতেন। পোর্তোর সমর্থকদের হৃদয়ে তিনি আজীবন বেঁচে থাকবেন।

২০০৪ সালে কস্তার নেতৃত্বে চ্যাম্পিয়নস লিগ জেতানো দলের কোচ ছিলেন পর্তুগিজ হোসে মরিনহো। প্রিয় শিষ্যের মৃত্যুর খবরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বর্তমানে তুর্কি ক্লাব ফেনেরবাচের কোচিংয়ে থাকা মরিনহো সংবাদ সম্মেলনে বলেন, আমি যেন তাকে শুনতে পাচ্ছি—“জনাব, কান্না থামাও। কাল তোমার ম্যাচ আছে এবং ছেলেরা তোমাকে শক্ত দেখতে চায়।

২০০৬ সালে ফুটবলকে বিদায় জানানোর পর কোচ এবং ম্যানেজার হিসেবে একাধিক ক্লাবের দায়িত্ব পালন করেন কস্তা। ২০২৪ সালে ফুটবল ডিরেক্টর হিসেবে প্রিয় ক্লাব পোর্তোতে ফিরে আসেন।

ক্লাবটির পক্ষ থেকে আরও জানানো হয়, জর্জ কস্তার কীর্তি আমাদের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তুমি কখনোই মুছে যাবে না, নেতা।

বিশ্ব ফুটবল এক অকালে ঝরে যাওয়া প্রতিভাকে হারাল। জর্জ কস্তা শুধু একজন খেলোয়াড় নন, ছিলেন একটি প্রজন্মের অনুপ্রেরণা। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে করতে ইসি সর্বোচ্চ চেষ্টা করছে : সিইসি
আচমকা রোহিতের সঙ্গে সাকিবের দেখা
বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো মালয়েশিয়া
সেই মাইক্রোবাস চালকের বিরুদ্ধে মামলা
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে মোট ৭ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মির্জা কাদের সরদারের স্ত্রী নুরুন্নাহার বিবি না ফেরার দেশে চলে গেছেন
জুলাই গণঅভ্যূত্থানে রামপুরার ঘটনা নিয়ে The Daily Star পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ক্ষেত্রে বিজিবি'র মতামত
সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সরকারের মহাপরিকল্পনা চূড়ান্তের পথে
‘ওডিবি-এম-১৭০১’ গ্রুপে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা, অ্যাডমিন মেজর সাদিকের স্ত্রী!
সাংবাদিক তুহিন হত্যার যে কারণ জানাল পুলিশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft