প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:৩৬ পিএম

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে নিউমার্কেট মোড়ে শহীদ সম আলাউদ্দিন চত্তরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং ডিবিসি টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি বিলাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী ,সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দীপ্ত টিভির রঘু নাথ খাঁ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, সাংবাদিক আমিনুর রহমান,সাংবাদিক, মুনছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান হোসেন সহ সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যার ঘটনা দেশের গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকরা সত্য প্রকাশে ভয় না পেয়ে কাজ করবেন এমন পরিবেশ তৈরি করতে হবে।
পুলিশের নিষ্ক্রিয়তায় আজকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি হয়েছে। পুলিশ জনগণের টাকায় বেতন নিচ্ছে অথচ সেবা দিতে পারছে না।
জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম পুলিশের কার্যক্রম পরিবর্তন হবে, কিন্তু একটুও বদলায়নি। তারা নানা অনিয়ম দুর্নীতি করছে। আমরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।
এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে তারা হুশিয়ারি দেন। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস