চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিপুল পরিমাণ রুপা আটক
দামুড়হুদা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:৪৪ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযান চালিয়ে  প্রায় ৯ কেজি দানাদার রুপা আটক করেছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে দামুড়হুদা উপজেলার ঈশাড়ার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে এ রুপা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারীরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অধিন জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিপুল পরিমাণ রুপা পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৬ নং হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশাড়ার মোড়ে অবস্থান নেয়। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ২ জন সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে থামার নির্দেশ দেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাট ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইলেটি জব্দ করে এবং মোটরসাইকেলটি তল্লাশী করে মোটরসাইকেলের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

এ বাপারে নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এছাড়া জব্দকৃত ভারতীয় দানাদার রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফিরছেন কুমার বিশ্বজিৎ
শর্তসাপেক্ষে অভিনয়ে ফিরবেন আশীষ বিদ্যার্থী
মুক্তি পেল অজয় দেবের ‘ফেরারী পাখি’
তিতাস নদীর মাছ; একাল-সেকাল
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাংবাদিক হত্যা: সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের
ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
সাংবাদিক হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ নিন্দা ২০২ শিক্ষকের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft