তিন মিনিট উড়েই আবাসিক ভবনে আছড়ে পড়ল বিমান, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৫:০৭ পিএম
উড্ডয়নের পরপরই বিমানে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ, খুব বেশি কিছু করার সময়ও পাননি পাইলট। মাত্র তিন মিনিট উড়েই আবাসিক একটি ভবনে আছড়ে পড়ে বিমানটি; সঙ্গে সঙ্গে ধরে যায় আগুন। ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। 

মর্মান্তিক এ বিমান দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায়। দেশটির রাজধানী নাইরোবিতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, নাইরোবিতে চিকিৎসা সেবাদানকারী সংস্থা আমরেফ ফ্লাইং ডক্টরসের মালিকানাধীন ছিল বিধ্বস্ত বিমানটি।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার দুপুরে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসা গন্তব্যে যাত্রা করা বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের গিথুরাই এলাকায় একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।

কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, বিমানে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। চিকিৎসক, নার্স ও পাইলট রয়েছেন এদের মধ্যে। এছাড়া নিচে থাকা আরও দুইজন প্রাণ হারান এ ঘটনায়। সেইসঙ্গে আরও দুজন গুরুতর আহত হন।

কেনিয়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের তিন মিনিট পরই বিমানটির সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারী দল পাঠানো হয়েছে।

আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বিমানে তাদের চারজন কর্মী ও ক্রু সদস্য ছিলেন। সংস্থাটির প্রধান নির্বাহী স্টিফেন গিতাউ বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি আমরা। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে কেনিয়া ডিফেন্স ফোর্স ও জাতীয় পুলিশ বাহিনী।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফিরছেন কুমার বিশ্বজিৎ
শর্তসাপেক্ষে অভিনয়ে ফিরবেন আশীষ বিদ্যার্থী
মুক্তি পেল অজয় দেবের ‘ফেরারী পাখি’
তিতাস নদীর মাছ; একাল-সেকাল
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাংবাদিক হত্যা: সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের
সাংবাদিক হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন
ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ নিন্দা ২০২ শিক্ষকের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft