জলাবদ্ধতায় নাকাল দেবীদ্বার পৌরবাসী
২২ বছরেও হয়নি সাইলচর গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার (কুমিল্লা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৪:২২ পিএম
খানাখন্দে নাকাল যোগাযোগ ব্যবস্থা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বিল্ডিং কোড না মেনে যত্রতত্র অপরিকল্পিতভাবে আবাসন নির্মানসহ নানা সমস্যায় চরম দুর্ভোগে আছে লক্ষাধিক পৌরবাসী। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং খাল ভারাটের কারণে বর্ষায় স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্থ্য হয়ে সামান্য বৃষ্টিতে পুরো পৌরশহর পানিতে তলিয়ে যায়। বিশেষ করে বৃষ্টি হলেই ঘর থেকে বের হতে পারে না পৌরসভার ৫নং ওয়ার্ড এর দেবীদ্বার গ্রাম, ৮নং ওয়ার্ডে এর ছোট আলমপুর গ্রাম এবং ৭নং ওয়ার্ডের সাইলচর গ্রামের বাসিন্দারা।

স্থানীয়রা ক্ষোভের সঙ্গে জানান, বছরের বেশির ভাগ সময়ই চরম দুর্ভোগ পোহাতে হয় দেবীদ্বার পৌরবাসীকে। সামান্য বৃষ্টিতেই অধিকাংশ এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। ফলে স্কুল ও কলেজগামী শিশু-কিশোর-তরুণ, বয়োবৃদ্ধ নারী-পুরুষ, অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে পড়তে হয়। এমনকি প্রয়োজনীয় রাস্তার জায়গা না রেখে অপরিকল্পিতভাবে বাসা-বাড়ি নির্মানের ফলে খাটিয়ায় করে মৃত. লাশ আনা নেয়ায় যেমন দুর্ভোগে পড়তে হয়, তেমনি অগ্নিকাণ্ডের দুর্যোগ উপশমে ফায়ার সার্ভিসকে সঠিক দায়িত্ব পালনে বাঁধাগ্রস্ত হতে হয়।
  
এছাড়াও স্থানীয়রা জানান, বর্ষায় অপরিকল্পিতভাবে নির্মীত উচু আবাসনের পাশের পুরনো নিচু এলাকার ঘরবাড়িতে উঠে যায় ময়লা পানি। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দিনের পর দিন দুর্গন্ধযুক্ত নোংরা ও ময়লা-আবর্জনা মিশ্রিত পানির মধ্যে বসবাস করতে হয় তাদের। ফলে পানিবাহিত রোগ ও মশার উপদ্রবে চলাফেরায় চরম বিপাকে পড়েন পৌরবাসী।

সরেজমিনে ৫নং ওয়ার্ড়ের পৌর সদর এলাকার শান্তি রোড, দেবীদ্বার আরপি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, দেবীদ্বার ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা রোড ও পাঠান বাড়ির সামনের সড়কের আশপাশের বাড়িঘর, মার্কেট, কিন্ডারগার্টেন স্কুল হাটু পানির নিচে তলিয়ে আছে। 

৭নং ওয়ার্ডের সাইলচর গ্রামের বাসিন্দা মো. সোহেল, মো. আউয়াল, মো. সানাউল্লাহ, জুয়েল, ইসমাইলসহ একাধিক লোকজন জানান, পৌরসভা প্রতিষ্ঠার ২২ বছরেও তাদের এলাকায় কোনো উন্নয়ন হয়নি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও কাঁচা রাস্তার কারণে বর্ষাকালে চলাচল করা যায় না। পাশ্ববর্তী বড়আলমপুর গ্রামের কৃষি জমিসহ ওই এলাকার পুরো পানি সাইলচরের উপর দিয়ে যায়। এতে করে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে রয়েছে তারা। খুব দ্রুত যদি সাইলচর পূর্বপাড়া অহিদ মিয়ার বাড়ি থেকে মোশকত আলীর বাড়ির পর্যন্ত ৫০০ মিটার ড্রেনসহ পাকা না করা হয়, এ এলাকার মানুষের ভোগান্তি আরও বাড়বে। সাইলচর এলাকার ৭০% রাস্তা এখনো কাঁচা। অপরদিকে, ৭নং ওয়ার্ড এর চাপানগর সফর উদ্দীন হাজী বাড়ির ভিতরে ঢুকার রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি এলেই পানি জমে কাদা হয়ে যায় ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় কয়েকটি বাড়ির স্থানীয়দের।

৯ নং ওয়ার্ডের বারেরা গ্রামের রাসেল সরকার জানান, বারেরা সরকার বাড়ি থেকে ভঙ্গার বাড়ি সড়ক সংস্কার না করায় হাটু পানির নিচে তলিয়ে আছে। ওই এলাকাগুলোতে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। 

সরেজমিনে এ সমস্ত এলাকার স্কুলগামী শিশু কিশোরদের পানি ভেঙে সড়কে এসে জুতা পায়ে দেওয়ার দৃশ্যও চোখে পড়ে। এসব এলাকায় অনেকে ঘরের মেঝেতে বা বারান্দায় অস্থায়ী চুলায় রান্নার কাজ করতে বাধ্য হচ্ছে।

দেবীদ্বার পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, এখন যেহেতু নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি নেই, সে কারণে অনেক এলাকার উন্নয়ন ব্যহত হচ্ছে। যেহেতু পৌরসভার ৭নং ওয়ার্ডে কোনো উন্নয়ন হয়নি, স্থানীয়রা কেউ যদি সমস্যাগুলো নিয়ে আবেদন করে আমরা যথাযথ চেষ্টা করবো কাজ করার জন্য। বরাদ্দ আসলে জরুরি কাজগুলো দ্রুত করার চেষ্টা অব্যাহত রাখবো।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমানের লন্ডনগামী ফ্লাইটে যাত্রী অসুস্থ, ইস্তাম্বুলে জরুরি অবতরণ
লালপুরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
জামায়াতের সাত দাবি
চট্টগ্রাম খুলশীতে অর্ধ কোটি টাকার মাদকসহ আটক ১
তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান : হুমায়ুন কবির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
২২ বছরেও হয়নি সাইলচর গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
জুলাই শহীদের তালিকা থেকে ৮ জনের নাম বাতিল, গেজেট প্রকাশ
বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেপ্তার
ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগোলো বাংলাদেশ
শাহজালালে পরিত্যক্ত অবস্থায় সোয়া ৮ কেজি স্বর্ণ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft