প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:৪৯ পিএম

চট্টগ্রাম খুলশী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. দিদার হোসেন প্রকাশ মানিক (৩৮) নামে একজনকে আটক করেছে খুলশী থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকারও বেশি।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে খুলশী থানাধীন জালালাবাদ বড়ই বাগান এলাকার শেষ প্রান্তে মাদানীনগর মদিনাতুল মাদ্রাসার পাশ থেকে তাকে আটক করা হয়।
মো. দিদার হোসেন প্রকাশ মানিক ফেনী জেলার অলিপুর জল্লিস মিয়া হাজি বাড়ির মৃত এরশাদ আলীর সন্তান। মানিক দীর্ঘদিন ধরে খুলশী থানা এলাকার জালালাবাদ মধুশাহ আস্তানা গেইট এলাকায় থেকে মাদক কারবার করে আসছিলো। তারই সূত্রে খবর পেয়ে খুলশী থানা পুলিশ ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন এর বরাতে জানা যায়, এএসআই মো. রবিউল হোসেনের সঙ্গে এএসআই সাইফুল ইসলাম, টিম স্পেশাল-৩৩ এর (নৈশ) অফিসার এসআই মো. আনোয়ার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স মিলে অভিযান পরিচালনা করে।
এসময় জালালাবাদ একই এলাকার মো. সালাউদ্দিন (৪০), নুর হোসেন (২৪), মো. রাশেদ (২৪), মানিক প্রকাশ ছোট মানিক (২৪), মো. আকতার (২৪) সহ মোট আরো ৫জন আসামি পালিয়ে যান।
এরআগে গত ৩১ জুলাই ঝাউতলা পানির ট্যাংকি, আমবাগান, মতিঝর্ণা সহ বেশ কিছু এলাকার চিহ্নিত মাদক কারবারীদের ধরতে অভিযান পরিচালনা করে খুলশী থানা পুলিশ।
এসময় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, খুলশী থানা এলাকার সকল মাদক ব্যবসায়ীদের আটক নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। থানা এলাকার সকল মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহোযোগিতা করার অনুরোধ করেন তিনি।
আজকালের খবর/বিএস