জুলাই বিপ্লবে চট্টগ্রামের শহীদের পরিবারের চিকিৎসায় আজীবন পাশে থাকার আশ্বাস
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১২:৫৪ এএম
ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণজাগরণের বর্ষপূর্তি উপলক্ষে "স্মৃতিচারণ এবং জুলাই যোদ্ধা ও চিকিৎসক সংবর্ধনা" গতকাল রবিবার (৪ আগস্ট) নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। 

 এনডিএফ চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডাক্তার এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে এই স্মৃতিচারণ ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের মনোনিত প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিমের প্রাণবন্ত সঞ্চালনায় এতে শাহাদাতের উপর দারস প্রদান করেন এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডাক্তার মাহমুদুর রহমান। উদ্বোধনী বক্তব্য দেন এনডিএফ প্রাইভেট হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ  ইউসুফ। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র-জনতার  ২৪ এর জুলাই আন্দোলনে সেবা প্রদানকারী কার্ডিয়াথোরাসিক সার্জারীর সহযোগী অধ্যাপক ডাক্তার জাকির হোসেন, নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মো. ইসমাইল হোসেন, আইসিইউ ও ক্রিটিকাল কেয়ার এর সহকারী অধ্যাপক সাইফুল আজম সাজ্জাদ সহ পার্ক ভিউ হসপিটাল, ন্যাশনাল হসপিটাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালের  বিশেষজ্ঞ চিকিৎসক তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। 

সেবা প্রদানকারী সকল চিকিৎসকদের সম্মাননা ক্রেস্ট এবং জুলাই ছাত্র-জনতার আন্দোলনে  শহীদ হওয়া শান্ত, শহীদ সৈকত, শহীদ ওয়াসিম সহ সাত শহীদের পরিবারের প্রত্যেককে অনুদান প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের এ বিপ্লবের যোদ্ধাদের সেবায় শুরু থেকেই সব সময় সাথে থাকার  দৃষ্টান্ত বর্ণনা করে চট্টগ্রামের শহীদের পরিবারের চিকিৎসায় আজীবন সাথে থাকার ঘোষণা প্রদান করেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাতির উদ্দেশে ভাষণে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা
সাজিদ হত্যার মামলা দায়ের, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
জুলাই বিপ্লবে চট্টগ্রামের শহীদের পরিবারের চিকিৎসায় আজীবন পাশে থাকার আশ্বাস
ড. এ বি এম ওবায়দুল ইসলাম কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সংস্থার কাউন্সিল সদস্য মনোনীত
অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন: প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জুলাইয়ে হামলার উসকানিদাতা হয়েও বিচারের বাইরে জাবির দুই শিক্ষক
বরিশালের গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ চট্টগ্রামে মারা গেছেন
সাজিদ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল ইবি, রাবি ও ঢাবি
মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর ৫ দফা দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft