প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৩৬ পিএম

গরু চুরির অভিযোগে সিরাজগঞ্জে যমুনার পশ্চিম পাড়ে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরী গ্রামে গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজন ঘটনাস্থলে আর অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। উদ্ধারের আগে দুজনেরই হাত বাঁধা অবস্থায় ছিল বলে জানা গেছে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩) ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেরিপটল গ্রামের রজ্জব আলী মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৩২)। সিরাজগঞ্জ সদর থানা ও নৌ পুলিশ যৌথভাবে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছেন। হত্যাকাণ্ডের বিষয়টি চোর সন্দেহে গণপিটুনি বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম গতকাল সোমবার দুপুরে বলেন, রবিবার সন্ধ্যায় যমুনা নদী পার হয়ে নৌকায় করে গরু নিয়ে যাওয়ার সময় দুইজনকে ধরে ফেলেন পাঁচ ঠাকুরী গ্রামবাসী। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেন। ঘটনাস্থলে রাশেদুল নামের যুবকটি মারা যান। হাসপাতালে নেওয়ার পথে রাজ্জাক নামে অপরজন মারা যান। পরে সদর থানা পুলিশ একত্রিত হয়ে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতরা পেশাদার গরুচোর বলে তাদের নিজ এলাকায় জনশ্রুতি রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, নৌ পুলিশকে সহায়তায় সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখনও মামলা করেনি নৌ পুলিশ। গরুগুলো বগুড়ার সারিয়াকান্দি থেকে চুরি হয়েছিল বলে জানা গেছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। ঘটনাটি চুরি সম্পর্কিত বলে প্রাথমিকভাবে এলাকাবাসী জানিয়েছে। মামলার পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।
তিনি জানান, গণপিটুনির শিকার দুজন বাস্তবেই গরুচোর ছিলেন নাকি, অন্তরালে অন্য কোনো ঘটনা আছে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে দুজনের চুরি ডাকাতির পূর্ববর্তী কোনো অভিযোগ থাকলে, সেসব রেকর্ড সংগ্রহ করে খতিয়ে দেখা হবে। আবার ব্যক্তিগত আক্রোশের কারণে পরিকল্পিতভাবে হত্যা হলো কিনা, তদন্তে তাও খুঁজে দেখা হবে।
আজকালের খবর/ওআর