ড. এ বি এম ওবায়দুল ইসলাম কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সংস্থার কাউন্সিল সদস্য মনোনীত
দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষায় বাংলাদেশ পেল আন্তর্জাতিক নেতৃত্বের স্বীকৃতি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১২:১৪ এএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথিতযশা অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা সংস্থা Association of Commonwealth Universities (ACU)-এর কাউন্সিল সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা, গুণগত মানোন্নয়ন ও শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ACU বিশ্বের অন্যতম প্রাচীন ও সম্মানজনক সংস্থা। এটি ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ৪০০-এরও অধিক বিশ্ববিদ্যালয় এর সদস্য।

চলতি বছরে ACU কাউন্সিলের সদস্য হিসেবে পাঁচটি দেশের- যুক্তরাজ্য, কানাডা, শ্রীলংকা, নামিবিয়া ও বাংলাদেশ-বিশিষ্ট ব্যক্তিবর্গকে মনোনয়ন দেওয়া হয়। বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এই মর্যাদাপূর্ণ পদে মনোনীত হন। তিনি ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ আগস্ট ২০২৮ পর্যন্ত এই কাউন্সিলে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও শ্রীলংকার বিশ্ববিদ্যালয়সমূহকে প্রতিনিধিত্ব করবেন।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কৃতিসন্তান অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ে সততা, সাহসী নেতৃত্ব, প্রজ্ঞা ও নিষ্ঠার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন উচ্চতা অর্জন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ৩১ বছর ধরে অধ্যাপনায় নিয়োজিত অধ্যাপক ওবায়দুল ইসলাম তার একাডেমিক জীবনে Monbusho Scholarship-এর আওতায় জাপানে পিএইচডি সম্পন্ন করেন। পরে তিনি Alexander von Humboldt Foundation (জার্মানি), Commonwealth Academic Staff Fellowship (যুক্তরাজ্য) এবং Erasmus Mundus Fellowship (নেদারল্যান্ডস)-এর আওতায় পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের এই আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্য একটি গৌরবজনক অর্জন। তাঁর মেধা, গবেষণা অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ এশিয়া অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

এই অর্জনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা গর্বিত ও আনন্দিত। বিশ্ববিদ্যালয় পরিবার অধ্যাপক ওবায়দুল ইসলামের আরও সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাতির উদ্দেশে ভাষণে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা
সাজিদ হত্যার মামলা দায়ের, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
জুলাই বিপ্লবে চট্টগ্রামের শহীদের পরিবারের চিকিৎসায় আজীবন পাশে থাকার আশ্বাস
ড. এ বি এম ওবায়দুল ইসলাম কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সংস্থার কাউন্সিল সদস্য মনোনীত
অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন: প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জুলাইয়ে হামলার উসকানিদাতা হয়েও বিচারের বাইরে জাবির দুই শিক্ষক
বরিশালের গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ চট্টগ্রামে মারা গেছেন
সাজিদ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল ইবি, রাবি ও ঢাবি
হুট করে বাড়লো পেঁয়াজ ও ডিমের দাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft