সোনারগাঁও ইউনিভার্সিটিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:৫৬ পিএম
সোনারগাঁও ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক উন্নয়ন ও পরিবেশ গবেষণা কেন্দ্র (ICDES)-এর উদ্যোগে ‘Role of Primary Care in NHS UK and Sharing Singapore Healthcare Experiences’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) সোনারগাঁও ইউনিভার্সিটি গ্রিন রোড ক্যাম্পাস অডিটোরিয়ামে সেমিনারে চিকিৎসা, শিক্ষা, সংশ্লিষ্ট নীতিনির্ধারক, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু। উদ্বোধনী বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট উম্মে সালমা। সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর শামিম আরা হাসান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও ইউনিভার্সিটির উপদেষ্টা মীর আবদুল আলিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (NHS) ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান এবং ড. মো. তৌফিক ইসলাম (MBBS, MRCA, FFARCS), সিনিয়র কনসালট্যান্ট, সিঙ্গাপুর। 

সেমিনারটি সঞ্চালনা করেন ICDES-এর সমন্বয়ক ইমামুর হোসেন।

সেমিনারে ড. মোস্তাফিজুর রহমান ও ড. মো. তৌফিক ইসলাম বিভিন্ন জরুরি প্রাথমিক চিকিৎসা পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় বিষয়ে ব্যবহারিক উদাহরণ ও বাস্তব প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন। বিভিন্ন জরুরি পরিস্থিতি ও হঠাৎ অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রাথমিক পদক্ষেপ সম্পর্কিত উপস্থাপনাগুলো উপস্থিত শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ছিল অত্যন্ত জ্ঞানবর্ধক, বাস্তবমুখী এবং প্রয়োগযোগ্য।

উভয় বক্তাই প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন এবং উন্নত দেশগুলোর সাফল্য কীভাবে গঠিত হয় তা বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের আলোকে ব্যাখ্যা করেন। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণে জনসচেতনতা, দ্রুত সেবাপ্রদান, পারিবারিক চিকিৎসকের ভূমিকা, এবং রোগ নির্ণয়ের প্রাথমিক ধাপগুলো নিয়ে বিশদ আলোচনা করেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক
নির্বাচনের নির্দেশনা পেলে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী
খুলনা মেডিকেলে করোনায় আরও একজনের মৃত্যু
মাদারীপুরে রাস্তার পাশ থেকে ইরান বেপারীর মরদেহ উদ্ধার
দর্শনা সীমান্তে দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চিকিৎসক সংকট সেবার মানোন্নয়নে জরুরি ব্যবস্থা দরকার তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে
পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন
ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা
যুদ্ধে নিজেকে শেষ করেছেন প্রায় ৫০ ইসরায়েলি সেনা
বাড্ডায় রিয়াদের আরো একটি বাসার সন্ধান, সেখানে মিললো নগদ টাকা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft