রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা প্রায় দেড় কেজি ওজনের ১টি ইলিশ ৮ হাজার টাকা ও ১৩ কেজি ওজনের ১টি পাঙাশ ১৮ হাজারের বেশি টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে মাছ দুটি কিনে অন্যত্র বিক্রি করেছেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ ও শাহজাহান শেখ।
স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জেলেদের জালে প্রায়ই বড় আকারের রুই, কাতলা, পাঙাশ ও ইলিশ ধরা পড়ছে। আজ ভোরে রাজবাড়ীর সীমান্তবর্তী চর করনেশনা এলাকার পদ্মা নদীর মোহনায় জেলেরা জাল ফেলে বড় আকারের একটি ইলিশ পান। এ ছাড়া তাদের জালে আরেকটি পাঙাশ মাছ উঠে আসে। তারা মাছগুলো বিক্রির জন্য গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট বাজারে আসেন। এ সময় আনুখার আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ ও তার ভাই নুরুল ইসলাম শেখ মাছ দুটি কেনেন।
শাহজাহান শেখ বলেন, ওই ইলিশের ওজন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে তার ভাই নুরুল ইসলাম শেখ ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ১০০ টাকায় মাছটি কেনেন। একই সঙ্গে ওই আড়ত থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি পাঙাশ কেনা হয়। তিনি নিজে পাঙাশটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৯০০ টাকায় কেনেন।
শাহজাহান শেখ বলেন, মাছ দুটি ফেরিঘাটে তার আড়তে আনার পর বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। পাবনার রূপপুর এলাকার এক ইতালিপ্রবাসীর কাছে ইলিশটি ৪ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ৩৭০ টাকায় বিক্রি করেন। পাঙাশটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।
এর আগে গতকাল সকালে প্রায় ২৭ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়ে, যা ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৮ হাজার ৬০০ বিক্রি হয়। মাছটি চলতি মৌসুমে পদ্মায় পাওয়া সবচেয়ে বড় পাঙাশ বলে দাবি করেন শাহজাহান শেখ।
আজকালের খবর/ এমকে