পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার, পাঙাশ ১৮ হাজার
এ,এইচ,এম,শামিম রহমান ,রাজবাড়ী
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১১:১৩ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা প্রায় দেড় কেজি ওজনের ১টি ইলিশ ৮ হাজার টাকা ও ১৩ কেজি ওজনের ১টি পাঙাশ ১৮ হাজারের বেশি টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে মাছ দুটি কিনে অন্যত্র বিক্রি করেছেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ ও শাহজাহান শেখ।


স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জেলেদের জালে প্রায়ই বড় আকারের রুই, কাতলা, পাঙাশ ও ইলিশ ধরা পড়ছে। আজ ভোরে রাজবাড়ীর সীমান্তবর্তী চর করনেশনা এলাকার পদ্মা নদীর মোহনায় জেলেরা জাল ফেলে বড় আকারের একটি ইলিশ পান। এ ছাড়া তাদের জালে আরেকটি পাঙাশ মাছ উঠে আসে। তারা মাছগুলো বিক্রির জন্য গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট বাজারে আসেন। এ সময় আনুখার আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ ও তার ভাই নুরুল ইসলাম শেখ মাছ দুটি কেনেন।

শাহজাহান শেখ বলেন, ওই ইলিশের ওজন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে তার ভাই নুরুল ইসলাম শেখ ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ১০০ টাকায় মাছটি কেনেন। একই সঙ্গে ওই আড়ত থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি পাঙাশ কেনা হয়। তিনি নিজে পাঙাশটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৯০০ টাকায় কেনেন।

শাহজাহান শেখ বলেন, মাছ দুটি ফেরিঘাটে তার আড়তে আনার পর বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। পাবনার রূপপুর এলাকার এক ইতালিপ্রবাসীর কাছে ইলিশটি ৪ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ৩৭০ টাকায় বিক্রি করেন। পাঙাশটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।

এর আগে গতকাল সকালে প্রায় ২৭ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়ে, যা ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৮ হাজার ৬০০ বিক্রি হয়। মাছটি চলতি মৌসুমে পদ্মায় পাওয়া সবচেয়ে বড় পাঙাশ বলে দাবি করেন শাহজাহান শেখ।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই: নাহিদ
গোপালগঞ্জে শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল
বিএনপির নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি
সমাবেশে নেতাকর্মী আনতে ট্রেন ভাড়া করেছে জামায়াত
১৬ দিনে এলো ১৪২ কোটি ডলারের রেমিট্যান্স
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশবন্ধু গ্রুপের উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৪০ দেশে
১৮ জুলাই, ২০২৪: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সারাদেশে নিহত ৩১
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকরা
এনসিপির ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ
‘ময়মনসিংহের যে ভবনটি ভাঙা হচ্ছে তা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি নয়’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft