ট্রাম্পের শুল্কে চাপে মিয়ানমার, পোশাক খাতের ক্রয়াদেশ আসতে পারে বাংলাদেশে
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১২:২৫ এএম
মিয়ানমারের ওপর ৪০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই অর্থনৈতিক সংকটে থাকা মিয়ানমারের জন্য পোশাক শিল্প হলো প্রধান আয়ের খাত। এই খাতে বর্তমানে পাঁচ লাখেরও বেশি শ্রমিক কাজ করেন, যা দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি।

যুক্তরাষ্ট্র মিয়ানমারের চতুর্থ বৃহত্তম রপ্তানি বাজার, আর সেই বাজারেই অতিরিক্ত শুল্ক চাপানোয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।
চীনের সঙ্গে জড়িত অর্ডারও হুমকিতে

অনেক চীনা প্রতিষ্ঠান মিয়ানমারে পোশাক উৎপাদনের জন্য অর্ডার দেয় এবং পরে ওই পণ্য চীন থেকেই রপ্তানি করে। ৪০ শতাংশ শুল্ক আরোপে এসব অর্ডার হয়তো মিয়ানমার ছেড়ে বাংলাদেশ, ভিয়েতনাম বা লাওসের মতো প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তর হয়ে যেতে পারে, যেখানে শুল্কহার তুলনামূলক কম।

মিয়ানমারের পোশাক উৎপাদনও অনেকাংশে চীনা কাঁচামালের ওপর নির্ভরশীল। এর ফলে চীনের ওপরও যদি যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্কনীতি চলমান থাকে, তাহলে তা মিয়ানমারের উৎপাদন খরচ আরও বাড়িয়ে তুলবে।

দেশটির একজন পোশাক কারখানার মালিক বলেন, এটি শুধু অর্থনৈতিক ধাক্কাই নয়, বরং আরও অনেক পরোক্ষ সমস্যা তৈরি করতে পারে।
জান্তা সরকারের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক মহলে স্বীকৃতি না পেলেও মিয়ানমারের সেনা সরকার প্রধান মিন অং হ্লাইং ট্রাম্পের শুল্ক চিঠিকে ‘সম্মানের বিষয়’ বলে মন্তব্য করেছেন।

তিনি ট্রাম্পকে ‘পারস্পরিক সুবিধার প্রস্তাব’ দিয়েছেন। জান্তা প্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি মিয়ানমারের ওপর শুল্ক ১০-২০ শতাংশে নামিয়ে আনে, তবে মিয়ানমারও মার্কিন পণ্যের ওপর শুল্ক ০-১০ শতাংশে কমিয়ে দিতে প্রস্তুত।

বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের অর্থনীতি বর্তমানে চরম দুর্বল অবস্থায় রয়েছে, আর যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্কনীতি পোশাক শিল্পের ভরকেন্দ্রকে অন্য দেশে সরিয়ে নিতে পারে, যার ফলে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা মুসলিমদের দমন-পীড়ন করছে আরাকান আর্মি: হিউম্যান রাইটস ওয়াচ
সাধারণ যাত্রীর মতো লন্ডনে বাসের অপেক্ষায় তারেক রহমান
পাটগ্রাম সীমান্তের অভ্যন্তরে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ, সীমান্তে উত্তেজনা
আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে: হাবিব উন নবী
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?
টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft