বরিশাল জেলার ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার উপজেলা যুবদলের অন্যতম নেতা সরদার মোহাম্মদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ১লা আগস্ট রোজ শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় পরবর্তীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২নং বার্থী ইউনিয়নের কটস্থল চারঘাটা জামে মসজিদে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দীর্ঘ বছর প্রবাস জীবন অতিবাহিত করে যুবদলের নেতার এই স্বদেশ প্রত্যাবর্তনে উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়।
যুবদল ওই নেতার আগমন উপলক্ষে যুবদল নেতাকে বরণ করার জন্য দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভূরঘাটা বাসস্ট্যান্ডে সকাল ৯ টা থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী শতাধিক নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অবস্থান করতে থাকেন।
যুবদল নেতার গাড়ি বহরটি ভূরঘাটা বাসস্ট্যান্ডে আসা মাত্রই নেতাকর্মীরা যুবদল নেতা সরদার মোহাম্মদকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
উপজেলার শতাধিক নেতা কর্মীদের এই ভালোবাসায় সিক্ত হয় যুবদলের অন্যতম সরদার মোহাম্মদ।
নেতা কর্মীদের ভালোবাসায় মুগ্ধ যুবদল নেতা সরদার মোহাম্মদ অশ্রুসিক্ত নয়নবিরাম কণ্ঠে বলেন। পরবর্তীতে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে পুনরায় চারঘাটা জামে মসজিদ ঈদগাঁ ময়দানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আঃ রব আকনের এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চারঘাটা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আবু সালেহ্, এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির অন্যতম নেতা মো.জাকির হোসেন শরীফ, বিএনপি নেতা মো. শামীম হোসেন মিয়া সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
সংক্ষিপ্ত আলোচনা শেষ পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দেশনায়ক তারেক রহমানের রোগমুক্তি ও চারঘাটা জামে মসজিদের সাবেক সভাপতি মরহুম সেকেন্দার আলী সরদারের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল,দোয়া মোনাজাত ও তোবারক বিতরণের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
আজকালের খবর/ এমকে