প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:২৬ পিএম

নওগাঁর বদলগাছীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা, বি.এন.পি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং দেশের অভ্যন্তরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় সারা দেশে বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশ থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বদলগাছী সদর জিরো পয়েন্ট (চারমাথা) হতে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে শেষ হয়। পথিমধ্যে প্রবল বৃষ্টির কবলে পড়লেও বিক্ষোভ সমাবেশ অব্যাহত ছিল।
বিক্ষোভ সমাবেশটিতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান, যুবদল নেতা সাজ্জাদ বিন হাফিজ লিখন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মুসাব্বির,হাসিব রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশটির শেষ মূহুর্তে জনাব ফজলে হুদা বাবুল বলেন, ‘বাংলাদেশের হৃদস্পন্দন, আমাদের সকলের প্রাণের নেতা বাংলাদেশের প্রাণ, তারেক রহমানকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে যেসব বটবাহিনীরা প্রচারণায় নেমেছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। যারা এই তথাকথিত বট বাহিনীর দোসর তাদেরকে বলি, তোমাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
তিনি বলেন ‘রাজনীতি করবেন ভালো করে করবেন, জামায়াতকে আমরা শ্রদ্ধা করি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আমরা কথা বলেছি। আমাদের শ্রদ্ধা আছে মতিয়ার রহমান নিজামীর জন্য, আব্বাস আলী খানের জন্য, কিন্তু তোমরা এ কোন জামায়াত শুরু করেছ, এটার জবাব তোমরা একদিন পাবে।’
আজকালের খবর/ওআর