প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:২৬ পিএম

রাজবাড়ীর পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারি সালমান শাহকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সালমান শাহ পাংশা থানার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তার ওরফে ছাত্তার বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার শরিষা ইউনিয়নে অভিযান চালিয়ে সালমান শাহকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারের মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গ্রেপ্তার সালমান শাহ চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তাকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজকালের খবর/ওআর