কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে দেবীদ্বারে বিএনপির রিজভী গ্রুপের বিক্ষোভ
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:২১ পিএম
সারা দেশে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার, চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রবাকান্ডার বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভীউল আহসান মূন্সী’র নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ চলাকালে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা হাজার হাজার জনতার চাপে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক বন্ধ হয়ে যায়। ফলে দূর্ভোগে পড়ে কয়েকশত যাত্রী ও মাল পরিবহন। বিকেল পৌনে ৫টায় কর্মসূচী শেষ করে যানহাহন চলাচলের সুযোগ করে দেয়া হয়। 

বুধবার (১৬ জুলাই) বিকেল ৩ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্তরে ওই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করা হয়। 

দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভীউল আহসান মূন্সী। সমাবেশে,‌ ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশ’ বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিল উপজেলা সদর। এ সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী বিএনপি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

তিনি বলেন, এছাড়াও দেশে একটি নব্য শিশু দল দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে, তাদের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সতর্ক থেকে রাজপথে আন্দোলন করে যাওয়ার আহ্বান জানান।

অপরদিকে বুধবার সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মূন্সীর নেতৃত্বে সহাস্রাধিক নেতা-কর্মী ও সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্তরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক: রিজওয়ানা হাসান
রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ইতিহাস
এনসিপি নেতার্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে : নাহিদ ইসলাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft