প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩:৩০ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী পানিতে ভেসে গিয়ে মৃত্যুবরণ করার ৯ দিনের মাথায় এবার সাগরে ডুবে মারা গেছে এক স্কুল শিক্ষার্থী। তার নাম রাইয়ান নূর আবু সামিম। বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহত রাইয়ান নূর আবু সামিম শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ইসমাইলের পুত্র ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিহত শিশুর বড়ভাই ফাইয়ান নূর আবু রামিম জানান, সকালে রাইয়ান নূর আবু সামিমসহ বন্ধুরা মিলে ফুটবল খেলতে সৈকতে যায়। খেলার পর সবাই মিলে সাগরে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে যায় রাইয়ান নূর আবু সামিম। ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন পোনা আহরণকারী এগিয়ে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, ‘শৈবাল পয়েন্টে সাগরে নামা নিষেধ রয়েছে। এছাড়া এই পয়েন্টে লাইফ গার্ডের সদস্যরা থাকে না। তাই এই স্পটে গোসল না করতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে।’
এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, এমন ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক। বারবার নিষেধ করার পরও লোকজন তাদের মন মতো সাগরে নেমে গোসল করছে। আমাদের কথা না শুনার কারণে এরকম দুর্ঘটনাগুলো ঘটছে।
আজকালের খবর/ওআর