আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:৩৫ পিএম
ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর মা ও দুই মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।

জানা গেছে, রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামে। তিনি ভালুকায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় দুই কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। একটি রুমে সন্তানসহ তিনি ও পাশের রুমে ছোট ভাই নজরুল ইসলাম থাকতেন।

রবিবার রাতের কাজ শেষে সকালে বাসায় ফিরে রফিকুল দেখেন, বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পালিয়ে গেছেন ছোট ভাই নজরুল ইসলাম।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, ময়মনসিংহের ভালুকায় বহুল আলোচিত মা ও দুই সন্তানকে হত্যার ঘটনায় আসামি নজরুল ইসলামকে বিকেল ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ভালুকা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, রবিবার (১৩ জুলাই) ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় পোশাক শ্রমিক রফিকুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে রফিকুল ইসলামের ভাই নজরুল ইসলাম পলাতক ছিলেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বরেণ্য চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চু হাসপাতালে
পেকুয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিবাদ বিবৃতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে অবরোধ, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft