ঈশালের ‘লাল নীল ভালোবাসা’য় মুগ্ধ দর্শক শ্রোতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:২০ পিএম
মাহদীয়া ঈশাল, বাংলা ভাষাভাষী সঙ্গীত পিপাসু শ্রোতা দর্শকের কাছে এই প্রজন্মের প্রিয় হয়ে উঠা একজন সঙ্গীতশিল্পীর নাম। যিনি ‘আরটিভি ইয়ং স্টার ২০২৩’ প্রতিযোগিতায় তার মিষ্টি সুরেলা কন্ঠ দিয়ে হয়েছেন প্রথম রানার আপ আর একই বছর উত্তর আমেরিকা ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’তে চতুর্থ হয়েছেন। আমেরিকার বাংলাদেশী কমিউনিটিতে পরিচিত এবং আলোচিত এক নাম ঈশাল। 

আরো আলোচনায় এলেন তিনি তার প্রথম একক মৌলিক গান ‘লাল নীল ভালোবাসা’। গানটি লিখেছেন কবির বকুল সুর করেছেন শেখ সাদী খান, মিউজিক করেছেন উজ্জ্বল সিনহা। এরইমধ্যে ঈশালের এই গানটি ‘মাহদীয়া ঈশাল’ ইউটিউব চ্যানেল’সহ গুরুত্বপূর্ণ অডিও প্লাটফর্ম স্পটিফাই, আইটিউন, অ্যামাজন মিউজিকে রিলিজ পেয়েছে। গানটি প্রকাশের পর থেকে বাংলা ভাষাভাষী শ্রোতা দর্শকের কাছে ঈশালের গায়কী বেশ প্রশংসিত হচ্ছে। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে আমেরিকাতেই বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন তার মা রোকেয়া জাহান হাসি, ভিডিও ধারণ করেছেন অ্যান্ড্রু বিরাজ। 

আমেরিকার শীর্ষস্থানীয় উচ্চ বিদ্যালয় থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির দশম শ্রেনীর শিক্ষার্থী ঈশাল সাত বছর বয়স থেকে গান শেখা শুরু করেন। ঈশালের বাবা মাহ্সাদুল আলম রূপম একজন উচ্চপদস্থ ফাইন্যান্সিয়াল এবং ক্লাউড টেকনোলজি বিশেষজ্ঞ, প্রযুক্তিবিষয়ক বক্তা ও সংগঠক। 

ঈশালের বাবা মা উভয়েই যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কর্মরত। ঈশাল নৃত্য, অভিনয় এবং বেহালায় পারদর্শী। তার পৈতৃক নিবাস বাংলাদেশের চাঁদপুর জেলায় হলেও জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে। সম্প্রতি তারা কয়েকজন বন্ধুমিলে  ‘ল্যুমিনারি’ নামে একটি ব্যান্ডদল গঠন করেছেন। ঈশাল এই ব্যান্ডের লিড ভোকালিস্ট। ঈশাল সাত বছর বয়সে হাস্তাসারা পারফর্মিং আর্টস থেকে কর্ণাটিক সংগীতের মাধ্যমে সংগীতচর্চা শুরু করেন। নয় বছর বয়স থেকে তিনি সঙ্গীত গুরু উৎপল বড়ুয়া-এর কাছে তালিম নিচ্ছেন। এছাড়া ওয়াশিংটন ডিসি বাংলা স্কুলের সঙ্গীত গুরু নাসের চৌধুরী এবং বাংলাদেশ বেতার ও টেলিভশন এর অন্তর্ভুক্ত সংগীত শিল্পী বাসার শিকদার এর কাছেও তিনি সংগীত প্রশিক্ষণ গ্রহণ করেন। 

মাহদীয়া ঈশাল বলেন, ছোটবেলা থেকেই গান আর নাচের প্রতি আমার পরম ভালোবাসা। মায়ের কাছেই নাচে হাতেখড়ি, তিনিই আমার নাচের গুরু। আর গানের প্রতি আমার ভালোবাসাটা এমন যে গানে গানেই আমি এই প্রজন্মের শিল্পী হিসেবে বিদেশের মাটিতে বাংলা গানকে আরো ছড়িয়ে দিতে চাই। আমার বাবা মা আমাকে পূর্ণ সমর্থন করছেন, তারা প্রতিনিয়ত আমাকে অুনপ্রেরণা দিচ্ছেন। লাল নীল ভালোবাসা গানটি প্রকাশের শুরু থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। আরো মৌলিক গান করার ভীষণ অনুপ্রেরণা পেলাম। যেখানেই বাংলা গানের শ্রোতা সেখানেই পৌছে যাক আমার কন্ঠ-এই স্বপ্ন আমার।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক: রিজওয়ানা হাসান
রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ইতিহাস
এনসিপি নেতার্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে : নাহিদ ইসলাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft