বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
সিনে কার্নিভাল ৪.০ এর জমজমাট সমাপ্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের অধীন একটি আউটরিচ প্রোগ্রাম, আনন্দ, সৃজনশীলতা ও সিনেমার তিন দিনব্যাপী উৎসব সফলভাবে সম্পন্ন করেছে। প্রাণবন্ত আয়োজন ও তারকাবহুল উপস্থিতির মধ্য দিয়ে এই উৎসব দর্শনার্থীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।

কার্নিভালে ৪০টিরও বেশি স্টল অংশগ্রহণ করে, যেখানে গয়না, সুগন্ধি, খাবার, পোশাক, হোম ডেকর সামগ্রী, মেকআপ ও মেহেদিসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। রঙিন সাজসজ্জা ও শিক্ষার্থী ও দর্শনার্থীদের উৎসাহপূর্ণ অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ জুড়ে এক প্রাণচঞ্চল ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

দর্শনার্থীদের জন্য ছিল নানান ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বেলুন শ্যুটার, নাগরদোলা, ঘুরাইনা ছবি (৩৬০° রোটেশন) এবং গানের আসর। এসব আকর্ষণ তিন দিনব্যাপী আয়োজনে অতিরিক্ত আনন্দ যোগ করে এবং দর্শনার্থীদের জন্য কার্নিভালকে করে তোলে স্মরণীয়।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এক্সক্লুসিভ ‘সিনেমাঘর’ সেশন, যেখানে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। শেষ দিনে প্রদর্শিত হয় চলচ্চিত্র “নূর”, যার পর অনুষ্ঠিত আলোচনা পর্বে উপস্থিত ছিলেন অভিনেতা আরিফিন শুভ, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, অ্যাসোসিয়েট প্রডিউসার ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ এবং অ্যাসোসিয়েট প্রডিউসার রাফায়েল আহসান। এছাড়া প্রথম দুই দিনে “দেলুপি” ও “বাড়ির নাম শাহানা” সহ বিভিন্ন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ও আলোচনা চলচ্চিত্র নির্মাণ ও গল্প বলার নানা দিক নিয়ে মূল্যবান ধারণা প্রদান করে, যা তরুণ দর্শক ও আগ্রহী সৃজনশীলদের অনুপ্রাণিত করে।

কার্নিভালের সফল সমাপ্তি শিক্ষার্থী ও উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে চলচ্চিত্র সংস্কৃতি, সৃজনশীলতা এবং শিল্প-সংশ্লিষ্ট অংশগ্রহণকে উৎসাহিত করার ক্ষেত্রে ডিআইএমএফএফ-এর অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার নিয়োগ পেলেন যিনি
বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ নয়াদিল্লির
প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর
আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft