মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার শনিআখড়ায় সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী হাসপাতালে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
এতে গাইনী, মেডিসিন সহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীদের এসব ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এদিন সকাল থেকেই ডেমরা-যাত্রাবাড়ি,কদমতলী,সিটাগাং রোডসহ আশপাশের এলাকা থেকে আগত প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিন জানান, মহান বিজয় দিবস ও হাসপাতালের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে এলাকার দুস্থ ও দরিদ্র রোগীদের সেবা নিশ্চিত করতে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। আশা করি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে রোগীরা তাদের উপযুক্ত চিকিৎসা সেবা পাবেন। ভবিষ্যতে সেবা মূলক এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার মো: রুহুল আমিন গাজী, ডাক্তার আব্দুস শাফি,ডাক্তার আয়েশা সিদ্দীকা প্রমূখ।
উল্লেখ্য, প্রতি বছরই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকার গরীব ও অবহেলিত সকল শ্রেণি-পেশার মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে হাসপাতালটি। চিকিৎসা সেবা নিতে আসা গৃহবধূ পেয়ারা বেগম বলেন, আমরা ইচ্ছা থাকলেও অনেক সময় হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।
ডা.রুহুল আমিন বলেন, আমরা এই ক্যাম্পে এখন পর্যন্ত ৬ শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সাথে সাথে ওষুধও ফ্রি দিয়েছি।
আজকালের খবর/ এমকে