বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২:১৩ পিএম
ইটভাটা ব্যবসার দ্বন্দের জেরে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীরু মোল্লাকে (৬০) গুলি করে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই। 

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বীরু মোল্লা লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বীরু মোল্লার আপন চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধকৃত জমি থেকে মাটি কাটেন। এ নিয়ে কথা বলার জন্য বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিরু মোল্লা লোকজনকে নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়। পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং বীরু মোল্লাদের চলে যেতে বলেন। তারা সেখান থেকে না গেলে জহুরুল মোল্লা তাদের লক্ষ্য করে  গুলি করলে বিরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান গনমাধ্যমকে বলেন, ইটভাটা ব্যবসার কোন্দলের জেরে বাগ-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গুলি করলে ঘটনাস্থলেই বীরু মোল্লা মারা যান। সুরতাহাল শেষে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। 
আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ নয়াদিল্লির
প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর
আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই : ডা. জাহিদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft