ইটভাটা ব্যবসার দ্বন্দের জেরে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীরু মোল্লাকে (৬০) গুলি করে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বীরু মোল্লা লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বীরু মোল্লার আপন চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধকৃত জমি থেকে মাটি কাটেন। এ নিয়ে কথা বলার জন্য বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিরু মোল্লা লোকজনকে নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়। পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং বীরু মোল্লাদের চলে যেতে বলেন। তারা সেখান থেকে না গেলে জহুরুল মোল্লা তাদের লক্ষ্য করে গুলি করলে বিরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান গনমাধ্যমকে বলেন, ইটভাটা ব্যবসার কোন্দলের জেরে বাগ-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গুলি করলে ঘটনাস্থলেই বীরু মোল্লা মারা যান। সুরতাহাল শেষে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
আজকালের খবর/ এমকে