বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম
টানা ২০ বছর পর আবার ক্রিসমাস মুভিতে ফিরছেন কেট উইন্সলেট। ২০০৬ সালে মুক্তি পেয়েছিলো তার অভিনীত রোমান্টিক কমেডি ‘দ্য হলিডে’। এরপর বিশ্বের অনেক পরিবারেই ক্রিসমাসের ঐতিহ্য হয়ে উঠেছে এই ছবিটি। 

কেট উইন্সলেট ও ক্যামেরন ডিয়াজ অভিনীত এই ছবিতে ছিল দুই হৃদয়ভাঙা নারীর ঘরবদলের গল্প। তবে উইন্সলেটের নিজের পরিবার কিন্তু এই ছবির দর্শক নন।

উইন্সলেট স্পষ্টভাবেই বললেন, ‘‘না, আমরা বহু বছর ‘দ্য হলিডে’ দেখি না। আমরা একসঙ্গে বসে আমার অভিনীত ছবি দেখি না।”

তিনি জানান, তার অভিনীত বেশিরভাগ ছবিই তিনি জীবনে মাত্র একবার দেখেছেন!

উইন্সলেট এসব কথা বলছিলেন তার নতুন ক্রিসমাস ছবি ‘গুডবাই জুন’ সূত্রে। প্রায় দুই দশক পর এটি তার ক্রিসমাস ঘরানার কাজে ফেরা। ছবির চিত্রনাট্য লিখেছেন তার ছেলে জো অ্যান্ডার্স। গল্পটি তার নানির মৃত্যুর স্মৃতি থেকে অনুপ্রাণিত। ২০১৭ সালে উইন্সলেটের মা স্যালি ওভারিয়ান ক্যানসারে মারা যান।

ছবিতে দেখা যাবে, এক পরিবার কীভাবে মায়ের প্যালিয়েটিভ কেয়ারের সময় অতীতের দ্বন্দ্ব ভুলে একসঙ্গে হতে চায়।

উইন্সলেট বললেন, ‘এটা মৃত্যুর গল্প নয়। বরং বেঁচে থাকার গল্প। মানুষ ছবিটাকে খুব জীবনমুখী বলছে।’

তারচেয়ে বড় ঘটনা, এই সিনেমার মাধ্যমে কেট নাম লেখালেন পরিচালকের খাতায়। ‘গুডবাই জুন’ ছবিতে অভিনয়ের পাশাপাশি এটি কেট উইন্সলেটের প্রথম পরিচালনাও। দীর্ঘদিন ধরে পরিচালনায় আসার কথা ভাবছিলেন তিনি। অবশেষে সন্তানরা বড় হয়েছে, সেই মানসিক অবকাশ তৈরি হয়েছে, তাই ক্যামেরার পেছনে যাত্রা শুরু করলেন। এমনটাই জানান ‘টাইটানিক’খ্যাত অভিনেত্রী।

তিনি বললেন, ‘মায়েদের জন্য এই কাজটা খুব কঠিন। পরিচালক হওয়া মানে অসম্ভব ব্যস্ততা। কিন্তু এখন মনে হয়েছে সময়টা ঠিক।’

উইন্সলেট মনে করেন, নারী পরিচালকদের নিয়ে অনেক সময় সন্দেহ থাকে, ‘ক্যামেরার কাজ জানে তো?’, ‘প্রযুক্তি বুঝে তো?’—এমন মন্তব্য শোনা যায়। তার উত্তর, ৩৩ বছরের অভিনয়জীবনে তিনি ক্যামেরার ভাষা নিজে নিজেই শিখে ফেলেছেন।

এই সূত্রে তার প্রতি প্রশ্ন ছিলো, হলিউডে নারী পরিচালকের সংখ্যা কম কেন? পরিসংখ্যান বলছে, গত বছর যুক্তরাজ্যের বক্স অফিসে সেরা ১০০ সিনেমার মধ্যে মাত্র ১৬টি নারী পরিচালকদের; ৮৪টি পুরুষদের। উইন্সলেট মনে করেন, এর পেছনে আছে মাতৃত্বের চাপ এবং নারীদের সক্ষমতা নিয়ে সমাজের সন্দেহ।

‘নারীরা খুবই সক্ষম, সহনশীল, কম ঘুমিয়েও কাজ চালাতে পারে, কাজ শেষ করতে পারে,’-বললেন তিনি।

‘গুডবাই জুন’ মুক্তি পাচ্ছে ১৩ ডিসেম্বর, প্রেক্ষাগৃহে। ক্রিসমাস ইভে আসবে নেটফ্লিক্সে। অন্যদিকে ‘দ্য হলিডে’ দেখা যাবে বিবিসি আইপ্লেয়ারে।

সূত্র: বিবিসি








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার নিয়োগ পেলেন যিনি
বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ নয়াদিল্লির
প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর
আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft